Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে মুখ্যমন্ত্রীর ছবি নয়, একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কমিশন জানিয়েছে, যে পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না (Duare Sarkar)৷
#কলকাতা: ২৭ ফেব্রুয়ারি ফের পুরভোট৷ তাই আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)৷
কমিশন জানিয়েছে, যে পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ব্যবহার করা যাবে না৷
advertisement
শুধু তাই নয়, কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিই যেতে পারবেন না৷ কোনও মন্ত্রীও যেতে পারবেন না৷ শুধুমাত্র ক্যাম্পের কথা মানুষকে জানানো যেতে পারে৷ তবে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোনও প্রচারই করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কমিশন৷
advertisement
যে পুর এলাকাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে কঠোর ভাবে এই নির্দেশিকা মেনে চলতে হবে প্রশাসনকে৷ তবে গ্রামাঞ্চলে যেখানে ভোট নেই, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যেতে পারে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷
নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করার পরইজরুরি ভিত্তিতে সব জেলাশাসকদের নিয়ে মুখ্যসচিব নবান্নে বৈঠক শুরু করেন। আগামিকাল থেকেই শুরু হবে দুয়ারে সরকার। তার আগে সুষ্ঠু ভাবে ক্যাম্প আয়োজনের জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে বৈঠক থেকে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 5:48 PM IST