Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে মুখ্যমন্ত্রীর ছবি নয়, একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন

Last Updated:

কমিশন জানিয়েছে, যে পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ব্যবহার করা যাবে না (Duare Sarkar)৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: ২৭ ফেব্রুয়ারি ফের পুরভোট৷ তাই আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলা দুয়ারে সরকার (Duare Sarkar) ক্যাম্প নিয়ে একগুচ্ছ বিধিনিষেধ জারি করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)৷
কমিশন জানিয়েছে, যে পুর এলাকাগুলিতে দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হবে, সেখানে কোনও জায়গাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি ব্যবহার করা যাবে না৷
advertisement
শুধু তাই নয়, কমিশনের নির্দেশিকায় জানানো হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিই যেতে পারবেন না৷ কোনও মন্ত্রীও যেতে পারবেন না৷ শুধুমাত্র ক্যাম্পের কথা মানুষকে জানানো যেতে পারে৷ তবে দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে কোনও প্রচারই করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে কমিশন৷
advertisement
যে পুর এলাকাগুলিতে নির্বাচন রয়েছে, সেখানে কঠোর ভাবে এই নির্দেশিকা মেনে চলতে হবে প্রশাসনকে৷ তবে গ্রামাঞ্চলে যেখানে ভোট নেই, সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ব্যবহার করা যেতে পারে বলে কমিশনের তরফে জানানো হয়েছে৷
নির্বাচন কমিশন এই নির্দেশিকা জারি করার পরইজরুরি ভিত্তিতে সব জেলাশাসকদের নিয়ে মুখ্যসচিব নবান্নে বৈঠক শুরু করেন। আগামিকাল থেকেই শুরু হবে দুয়ারে সরকার। তার আগে সুষ্ঠু ভাবে ক্যাম্প আয়োজনের জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে বৈঠক থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Sarkar: দুয়ারে সরকার ক্যাম্পে মুখ্যমন্ত্রীর ছবি নয়, একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement