Mamata Banerjee on win in Siliguri: অধরা শিলিগুড়ি জয়েই সবথেকে খুশি মমতা, কী বললেন তৃণমূলনেত্রী?

Last Updated:

২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সবুজ ঝড় উঠলেও শিলিগুড়ি পুরনিগম এলাকায় বিজেপি-র ফল ছিল চমকপ্রদ (Siliguri)৷

মমতা বন্দ্যোপাধ্যায়৷
মমতা বন্দ্যোপাধ্যায়৷
#কলকাতা: চার পুরনিগমের মধ্যে অধরা শিলিগুড়িতে জয়েই সবথেকে বেশি উছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রীর দাবি, শিলিগুড়ি (Siliguri) সহ উত্তরবঙ্গের মানুষ লোকসভা বা বিধানসভা ভোটে করা নিজেদের ভুল বুঝতে পারছেন৷ জয়ের জন্য শিলিগুড়িতে দলের নেতা গৌতম দেবকে অভিনন্দন জানিয়েছেন তৃণমূলনেত্রী৷
তিন বার রাজ্যের ক্ষমতা দখল করলেও এখনও পর্যন্ত শিলিগুড়ি পুরনিগম ছিল তৃণমূলের কাছে অধরা৷ ২০০৯ সালে তৃণমূল এবং কংগ্রেস জোট শিলিগুড়িতে জয়ী হয়েছিল৷ কিন্তু পরবর্তী সময়ে মেয়র পদ ঘিরে বিবাদে জোট ভেঙে যায়৷ সেই সুযোগে কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ির পুরবোর্ড দখল করে নেয় বামেরা৷ এর পর ২০১৫ সালেও বামেরা শিলিগুড়ি পুরসভা দখল করে৷ সেবার নির্দলের সমর্থন নিয়েই ম্যাজিক ফিগার ২৪-এ পৌঁছে গিয়েছিল বামেরা৷
advertisement
advertisement
 ২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে সবুজ ঝড় উঠলেও শিলিগুড়ি পুরনিগম এলাকায় বিজেপি-র ফল ছিল চমকপ্রদ৷ পরাজিত হয়েছিলেন রাজ্যের তৎকালীন মন্ত্রী গৌতম দেবও৷ শিলিগুড়ি পুরনিগম এলাকার ৪৭টি ওয়ার্ডের মধ্যে ৩৬টিতেই এগিয়ে ছিল বিজেপি৷ ফলে শিলিগুড়িতে ভাল ফলের আশায় ছিল বিরোধীরা৷ যদিও সব অঙ্ক উল্টে দিয়ে এবারে একক ভাবেই শিলিগুড়ি দখল করল তৃণমূল৷
advertisement
শিলিগুড়িতে জয় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'লোকসভায় উত্তরবঙ্গে সব সিট বিজেপি পেয়েছিল৷ বিধানসভাতেও শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অনেক সিটে আমরা হেরেছিলাম৷ উত্তরবঙ্গের মানুষকে একতরফা ভাবে ভুল বোঝানো হয়৷ বিভ্রান্তিমূলক প্রচার করা হয়৷ জাতিতে জাতিতে ভেদাভেদ করা হয়৷ মানুষ যত তাড়াতাড়ি এই ভুল বুঝতে পারবে আরও ভাল৷'
advertisement
 শিলিগুড়ির উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ' শিলিগুড়িতে একদিকে জঙ্গল আছে চা বাগান আছে৷ রাজবংশী, নেপালি, সংখ্যালঘু সবাই আছে৷ সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে৷ সবাইকে আমার ধন্যবাদ৷ গৌতম দেবের দায়িত্ব আরও বেড়ে গেল৷ আমি চাই ও আরও ভাল করে কাজ করুক৷'
advertisement
এ দিনই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ তার আগে শিলিগুড়ি পুরনিগমে জয় তাঁর কাছে নিঃসন্দেহে বড় উপহার৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Mamata Banerjee on win in Siliguri: অধরা শিলিগুড়ি জয়েই সবথেকে খুশি মমতা, কী বললেন তৃণমূলনেত্রী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement