Bidhannagar Municipal Election Results 2022: বিধাননগরের মসনদে কে? মমতার বাড়ি থেকে বেরিয়ে যা বললেন কৃষ্ণা চক্রবর্তী....

Last Updated:

Bidhannagar Municipal Election Results 2022: তিনিই কি বিধান নগরের মেয়র? প্রশ্নের জবাবে তিনি জানান, দলনেত্রীই এই সিদ্ধান্ত নেবেন। যদিও সব্যসাচী ছাড়াও আরও যাঁকে নিয়ে জোর চর্চা চলছে, তিনি বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী।

কী বললেন কৃষ্ণা চক্রবর্তী?
কী বললেন কৃষ্ণা চক্রবর্তী?
#কলকাতা: বিধাননগর সহ রাজ্যের চার পুর নিগমের ভোটে বিরোধীদের ধুলিসাৎ করে জিতল তৃণমূল। তবে, এর মধ্যে বিধাননগর পুর নিগম নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে তৃণমূলেরই অন্দরে। সকলেরই প্রশ্ন, এবার তাহলে মেয়র কে? সোমবার ভোটে জেতার পরই সব্যসাচী দত্ত চলে আসেন কালীঘাটে। সেখান থেকে তিনি যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। এরপর সব্যসাচী যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনিই কি বিধান নগরের মেয়র? প্রশ্নের জবাবে তিনি জানান, দলনেত্রীই এই সিদ্ধান্ত নেবেন। যদিও সব্যসাচী ছাড়াও আরও যাঁকে নিয়ে জোর চর্চা চলছে, তিনি বিধাননগরের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনিও মেয়র হতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। কারণ ভোটে জিতেই তিনিও চলে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।
তিনি বলেন, ''আমি প্রণাম করতে এসেছিলাম। বললেন ভালো থাকিস। কাজ করিস। নেত্রীর কাছে সবাই আসতে পারেন। বটবৃক্ষ মমতা বন্দোপাধ্যায়। দল ঠিক করবে কে কী পদ পাবে। কে কী কাজ করবে। দল যা কাজ করতে বলবে, তাই করব। আমি ৪০ বছর ওঁর সঙ্গে আছি। বিধাননগর মানুষ সব পরিষেবা পাবেন।''
advertisement
advertisement
আপনি কি ফের মেয়র হচ্ছেন? কৃষ্ণার সংযোজন, ''আমাকে যে দায়িত্ব দেবে দল, সেই কাজ করব। দলে যে কেউ আসতে পারেন। মমতা বন্দোপাধ্যায়ের আশীর্বাদ আমার কাছে উপহার। কোথাও কোনও ঝামেলা হয়নি৷ মানুষ রায় দিয়েছে। মানুষ গণতন্ত্রের পক্ষ নিয়েছে। মানুষ যাকে রায় দেয়, সেই শেষ কথা বলবে।''
advertisement
জয়ের পর সব্যসাচী দত্তের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যাওয়ার প্রসঙ্গটিও উঠে আসে। তিনিও কি যাবেন অভিষেকের বাড়িতে? কৃষ্ণার সাফ জবাব, ''অভিষেক আমার পুত্রসম। ওকে হাসপাতাল থেকে আমি কোলে করে এনেছি। দেখা করার প্ল্যান নেই। তবে বাড়ির দিকে যাব৷ কে কোথায় যাবে সেটা তার ব্যাপার।
''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bidhannagar Municipal Election Results 2022: বিধাননগরের মসনদে কে? মমতার বাড়ি থেকে বেরিয়ে যা বললেন কৃষ্ণা চক্রবর্তী....
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement