Home /News /south-bengal /
West Bengal News: রাস্তা দিয়ে এ কী ছুটছে! পিংলায় একটি লরিকে কেন্দ্র করে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের

West Bengal News: রাস্তা দিয়ে এ কী ছুটছে! পিংলায় একটি লরিকে কেন্দ্র করে যা ঘটল, চক্ষু চড়কগাছ সকলের

এই সেই গাড়ি...

এই সেই গাড়ি...

West Bengal News: নিমেষের মধ্যেই সেই আগুন গোটা লরিজুড়ে ছড়িয়ে পড়তে থাকে।

 • Share this:

  #পিংলা: দাউদাউ করে জ্বলছে ছুটন্ত লরি (West Bengal News)। ইতিমধ্যে ভাইরাল হতে শুরু হয়েছে সেই পিংলার ভয়ানক ভিডিও। গতকাল সন্ধ্যায় পিংলার গোবর্ধনপুর এলাকায় ইলেকট্রিক তারে লেগে একটি পাট বোঝাই লরিতে আগুন লেগে যায়। নিমেষের মধ্যেই সেই আগুন গোটা লরিজুড়ে ছড়িয়ে পড়তে থাকে।

  তখনই জলন্ত অবস্থায় লরিটি দ্রুত গতিতে চলতে শুরু করে। কিছুটা যাওয়ার পর একটি পুকুরে নামিয়ে দেওয়া হয় লরিটিকে৷ ততক্ষণে অবশ্য বেশিরভাগ অংশই পুড়ে নষ্ট হয়ে যায়।

  আরও পড়ুন: ম্যাজিক দেখালেন গৌতম, পর্যুদস্ত অশোক, শিলিগুড়ির 'খেলা'য় বাজিমাত তৃণমূলের

  আরও পড়ুন: অশোক ভট্টাচার্যের বাড়ির এলাকা, পুরভোটে অসাধ্যসাধন করল তৃণমূল! যা ঘটল...

  খবর পেয়েই, ঘটনাস্থলে উপস্থিত হয় পিংলা থানার পুলিশ। যদিও চালক ও খালাসি সুরক্ষিত রয়েছে বলে জানা গিয়েছে। অতিরিক্ত ওভারলোড থাকার কারণেই পাটের গাড়িটি বিদ্যুতের তারে লাগে বলে পুলিশের অনুমান।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Fire, West Bengal news

  পরবর্তী খবর