West Bengal Municipal Elections Results 2022: অশোক ভট্টাচার্যের বাড়ির এলাকা, পুরভোটে অসাধ্যসাধন করল তৃণমূল! যা ঘটল...

Last Updated:

West Bengal Municipal Elections Results 2022: তাৎপর্যপূর্ণ ভাবে, শিলিগুড়িতে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়ির ওয়ার্ড ২০ নম্বরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভয়া বোস। ১,৫৮০ ভোটে জয়ী হয়েছেন তিনি।

অশোক ভট্টাচার্যের বিড়ম্বনা
অশোক ভট্টাচার্যের বিড়ম্বনা
#শিলিগুড়ি: কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে রাজ্যের চার পুরনিগমের ভোট গণনা (West Bengal Municipal Elections Results 2022)। গত ১২ ফেব্রুয়ারি ভোট হয়েছিল শিলিগুড়ি, আসানসোল, চন্দননগর ও বিধাননগর পুর নিগমে। একদিন পর আজই পরিষ্কার হয়ে যেতে চলেছে, কোন পক্ষে রায় দিতে চলেছে রাজ্যের এই চার বড় শহর।
এদিন ভোট গণনা শুরু হতেই ইলেকশন ডিউটি ভোট (ইডি)-এ নিজেদের ওয়ার্ড থেকে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী গৌতম দেব, সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যরা। কিন্তু যে শিলিগুড়ি নিয়ে বিজেপির এত আশা ছিল, সেখানে এখনও খাতাই খুলতে পারেনি গেরুয়া শিবির। তবে, তাৎপর্যপূর্ণ ভাবে, শিলিগুড়িতে সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্যের বাড়ির ওয়ার্ড ২০ নম্বরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভয়া বোস। ১,৫৮০ ভোটে জয়ী হয়েছেন তিনি।
advertisement
advertisement
একদিকে যেমন বামেদের হাত থেকে শিলিগুড়ি ছিনিয়ে নেওয়ার লড়াই চালাচ্ছে শাসক দল তৃণমূল, একই সঙ্গে শিলিগুড়িতে ভাল ফলের আশায় ছিল বিজেপি-ও৷ কারণ বিধানসভা ভোটের ফল অনুযায়ীও শিলিগুড়ি পুর এলাকায় এগিয়ে ছিল বিজেপি৷ কিন্তু ফলাফল যেদিকে এগোচ্ছে, বিজেপির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। এদিকে, শিলিগুড়ির ৩৩ নম্বর থেকে জিতেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব।
advertisement
যদিও সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেছিলেন, প্রয়োজনে শিলিগুড়িতে পুরবোর্ড গড়তে কংগ্রেসের সমর্থন নিতেও পিছপা হবে না বামেরা৷ প্রয়োজন এবং পরিস্থিতি অনুযায়ী বামেদের পাশে দাঁড়াতে যে কংগ্রেস তৈরি, তা স্পষ্ট করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও৷ কিন্তু ট্রেন্ড যা বোঝা যাচ্ছে, এই প্রথম শিলিগুড়ি পুরবোর্ড তৈরি করতে চলেছে তৃণমূলই।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Elections Results 2022: অশোক ভট্টাচার্যের বাড়ির এলাকা, পুরভোটে অসাধ্যসাধন করল তৃণমূল! যা ঘটল...
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement