'প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে কৃষকদের আজ এই হাল হত না', মন্দাসুরে মোদি
Last Updated:
#মন্দাসুর: ছতরপুরের পর এবার মন্দাসুরের জনসভায় কংগ্রেসকে আক্রমণ করলেন মোদি । কংগ্রেস একের পর এক মিথ্যে কথা বলে মানুষকে ক্রমাগত প্রতারিত করে চলেছে, জানিয়েছেন মোদি। দিল্লির শীতাতপ নিয়ন্ত্রিত অফিসঘরে বসে মধ্যপ্রদেশে দরিদ্র কৃষকদের ভবিষ্যত নির্ধারণ করা যায় না, তোপ মোদির।
ঐতিহাসিক ভাবেই কংগ্রেস মিথ্যের আশ্রয় নিয়েছে । ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রীর আসনে বসে স্লোগান তুলেছিলেন 'গরিবী হটাও' কিন্তু সেই কথা বাস্তবায়িত হয় নি। ব্যাঙ্কগুলিকে সরকারী আওতায় এনে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এর ফলে অস্বচ্ছল নাগরিকদের সমস্যা দূর হবে কিন্তু কিছুই হয় নি, দেশের অর্ধেকেরও বেশি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টই ছিল না, কংগ্রেসের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ মোদির ।
advertisement
advertisement
কংগ্রেসের দুরদর্শিতার অভাবেই কৃষক সমাজ কষ্টে রয়েছে । সর্দার বল্লভভাই প্যাটেল যদি দেশ স্বাধীন হওয়ার পর প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশের কৃষিজীবী মানুষগুলির অবস্থা এতটা শোচনীয় হত না যা কংগ্রেসের ৫৫-৬০ বছরের শাসনকালে হয়েছে । ভারত একটি কৃষিভিত্তিক দেশ ও সর্দার প্যাটেল যদি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন তাহলে দেশ আরও অনেক আগেই উন্নতির পথেই এগিয়ে যেত,স্পষ্ট জানিয়েছেন মোদি ।
advertisement
If Sardar Vallabhbhai Patel would have become the first PM of India, then the condition of farmers that have deteriorated in their rule of 55-60 years wouldn't have happened. The farmers of our country would have been strong: PM Modi in Mandsaur #MadhyaPradesh pic.twitter.com/LYEFIzFGJB
— ANI (@ANI) November 24, 2018
advertisement
ক্ষমতায় আসার জন্য কংগ্রেসক দেশকে বিভক্ত করে চলেছে । ধর্ম, জাত, বর্ণ নিয়ে কথা বলছেন কংগ্রেস নেতারা, কটাক্ষ করেছেন মোদি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 24, 2018 6:02 PM IST