Mock Drill in India Update: শত্রুর প্রথম টার্গেট হতে পারে! দেশ জুড়ে ১০০ জেলাকে 'স্পর্শকাতর' চিহ্নিত করল কেন্দ্র, ২৫৪ বিশেষ স্পর্শকাতর 'লোকেশন' কোনগুলি?
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Salmali Das
Last Updated:
Mock Drill Update: আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে গোটা দেশে ২৪৪ টি জেলার মধ্যে ১০০ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে ২৫৪টি লোকেশন বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নয়াদিল্লিঃ আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে গোটা দেশে ২৪৪ টি জেলার মধ্যে ১০০ জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যার মধ্যে ২৫৪টি লোকেশন বিশেষ স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুনঃ লাগবে না নামীদামি ওষুধ! ছোট্ট আপেলেই চিরতরে বিদায় নেবে ফ্যাটি লিভার! শুধু জানুন খাওয়ার নিয়ম
কৌশলগত দিক থেকে এই লোকেশন গুলি শত্রুর প্রথম টার্গেট হতে পারে। এখানেই সবার আগে মকড্রিল করা হবে। বিভিন্ন রাজ্যের শহরগুলিকে তিনটি ক্যাটাগরিতে(A,B,C) ভাগ করা হয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বাসভবনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকে বসেছেন দোভাল।
advertisement
আরও পড়ুনঃ নয়া পালক রুক্মিণীর মুকুটে! দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’
advertisement
গত সোমবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেশের একাধিক রাজ্যের কাছে পৌঁছল বিশেষ নির্দেশিকা৷ জানিয়ে দেওয়া হল, আগামী ৭ মে, বুধবার সামরিক মহড়া করতে হবে সেই সমস্ত রাজ্যকে৷ পহেলগাঁওযে জঙ্গি হামলার পরেই এই নির্দেশ।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 12:25 PM IST







