তুলকালাম কাণ্ড! অধ্যক্ষের ঘর থেকে মিলল কন্ডোম, মদের বোতল! রাতারাতি বন্ধ স্কুল
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মধ্যপ্রদেশের একটি স্কুলে আচমকা পরিদর্শনের সময়ে এই ঘটনা ঘটেছে৷
মোরেনা: স্কুল থেকে মিলল কন্ডোম, মদের বোতল৷ তাও আবার অধ্যক্ষের ঘর থেকে৷ মধ্যপ্রদেশের মোরেনা জেলার অ্যামিশনারি স্কুলে আচমকা পরিদর্শনের সময় এইসব নিষিদ্ধ জিনিস পাওয়া যায়৷ তৎক্ষণাৎ সিল করে দেওয়া হয়েছে স্কুলটি। শনিবার শিশু অধিকার সুরক্ষার জন্য রাজ্য কমিশন এই পরিদর্শন করে।
SCPCR পরিদর্শন টিমের মেম্বার নিবেদিতা শর্মা জানান, “ পরিদর্শনের সময় দেখা গিয়েছে স্কুলে গ্যাস সিলিন্ডার এবং মদের বোতল সহ অন্যান্য আপত্তিকর জিনিস রয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে৷" তিনি বিষয়টি জেলা কালেক্টরের নজরে এনেছেন। স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশের কাছে বিস্তারিত তদন্ত দাবি করা হয়েছে।
advertisement
advertisement
নিবেদিতা আরও জানান, “যখন আমরা একটি নিয়মিত পরিদর্শনের জন্য সেখানে পৌঁছলাম, তখন অবাক হয়েছিলাম৷ স্কুলের দুটি কোণ ভিতর থেকে সংযুক্ত ছিল৷ এটি একটি ঘর৷ সেখানে মদের বোতল, কনডম ছিল। এটি একটি সম্পূর্ণ আবাসিক সেটআপ। কোনও একজন ব্যক্তির নয়, বরং ঘরে অনেকে বসবাস করছিল। বলা ভাল এটি একটি বাসস্থান হিসাবে ব্যবহার করা হচ্ছিল। তিনি আরও বলেন, ওই ঘরে অন্তত ১৫টি বিছানা পড়ে ছিল এবং সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।“
advertisement
প্রশ্ন উঠছে যে যখন বিল্ডিংয়ের অন্যান্য জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কেন সেই নির্দিষ্ট অংশটি বাদ দেওয়া হল। অধ্যক্ষের কথায় তিনি সেখানে থাকেন না, তাহলে কারা থাকছেন? কেন সেখানে ১৫টি শয্যা রয়েছে। আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন সেই ঘরের সঙ্গে ছাত্রীদের ক্লাসরুমের সাথে সরাসরি প্রবেশের পথ রয়েছে?
নিবেদিতা জানান, যে স্কুল ক্যাম্পাসে মদ একেবারেই অনুমোদিত নয়। “এটি আইনের লঙ্ঘন। কেউ এত পরিমাণ মদ রাখতে পারবে না৷ এই বিষয়টিও বেআইনি হওয়ায় আবগারি দফতর বিষয়টি নিয়ে ব্যবস্থা নিচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2023 6:04 PM IST









