Mission Paani | Jack Sim: বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!

Last Updated:

২০০১ সালে তিনি ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন, সবার জন্য নিরাপদ স্যানিটেশনের সামাজিকীকরণ ছিল যার প্রধান উদ্দেশ্য। (Mission Paani | Jack Sim)

বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!
বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!
#নয়াদিল্লি: সিঙ্গাপুরের ধনকুবের জ্যাক সিম (Jack Sim) সারা বিশ্বে স্যানিটেশন ব্যবস্থার উন্নতিকল্পে তৈরি করেছেন SaniShop। SaniShop মূলত কাজ করে একটি সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে যা স্থানীয়দের নিরাপদে টয়লেটের ব্যবহার, টয়লেট ব্যবহারের সুবিধে, ঘরোয়া পদ্ধতিতে টয়লেট তৈরি ইত্যাদি বিষয়ে সচেতন করে ও শিক্ষাপ্রদান করে। আজকের দিনে শুধুমাত্র কম্বোডিয়া এবং ভারতেই এই উদ্যোগে প্রায় ২০,০০০-এর বেশি টয়লেট তৈরি করা হয়েছে।
ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের (World Toilet Organization) প্রতিষ্ঠাতা জ্যাক সিম স্যানিটেশন ব্যবস্থা নিয়ে বরাবরই সচেতন, কেন না তিনি মনে করেন যথাযথ স্যানিটেশন ব্যবস্থার অভাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। অথচ বিশ্ববাসী এই ব্যাপারে অনেকটাই অসচেতন। তাঁর মতে সারা বিশ্বেই বিশেষ করে উন্নয়নশীল দেশের সমাজব্যবস্থায় যথাযথ স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন।
এই অনুপ্রেরণাদায়ক মানুষটি জন্ম নিয়েছিলেন ১৯৫৭ সালে। তরুণ বয়সে তৎকালীন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী গোহ চোক টং (Goh Chok Tong) দ্বারা অনুপ্রাণিত হয়ে জ্যাক নেমে পড়েছিলেন সামাজিক কাজে। ২০০১ সালে তিনি ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন, সবার জন্য নিরাপদ স্যানিটেশনের সামাজিকীকরণ ছিল যার প্রধান উদ্দেশ্য।
advertisement
advertisement
আরও পড়ুন: নিজের ৩ দশকেরও বেশি সময়ে ৬ লক্ষ টয়লেটের সংস্থান, জানুন তিরুচিরাপল্লীর এই মানুষটির কথা!
ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশনের প্রতিষ্ঠা দিবস অনুসারেই ১৯ নভেম্বর, ২০০১ সালে বিশ্ব টয়লেট দিবস হিসাবে পালন করা শুরু হয়। জ্যাক সিমের স্যানিটেশন বিষয়ে গৃহীত উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এটিকে একটি সরকারি মর্যাদা দিয়ে গ্রহণ করে। বর্তমানে, তাঁর প্রতিষ্ঠিত ডব্লিউটিও ২০০,০০০-এরও বেশি স্কুলের জন্য সর্বোতভাবে কাজ করেছে।
advertisement
জ্যাক সিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendr Modi) নেতৃত্বে স্বচ্ছ ভারত মিশনের একজন সমর্থক। জ্যাক সিম ভারতে নিরাপদ স্যানিটেশন প্রচারের জন্য বেশ কিছু উদ্যোগও চালু করেছেন। তার WTO উত্তরাখণ্ডের ঋষিকেশে স্যানিটেশন কর্মীদের জন্য প্রথম টয়লেট কলেজ প্রতিষ্ঠা করে। দ্বিতীয় টয়লেট কলেজটি ২০১৮ সালে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখন WTO এই কলেজটিকে অন্য পাঁচটি রাজ্যে সম্প্রসারিত করার পরিকল্পনা করছে। এই কলেজগুলি স্থানীয়দের এবং স্যানিটেশন কর্মীদের ভালো স্বাস্থ্যবিধি অনুশীলনের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করবে।
advertisement
News18 এবং হারপিক ইন্ডিয়ার (Harpic India) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মিশন পানি (Mission Paani)। এর উদ্দেশ্য হবে নিরাপদ পানীয় জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি বিষয়ে ব্যক্তি, সংস্থা এবং সরকারি সংস্থা সহ সকলের মধ্যে সচেতনতা তৈরি করা। জ্যাক সিম, যিনি ভারতে নিরাপদ স্যানিটেশন নিয়ে প্রশংসনীয় কাজ করেছেন তিনিও এবারের মিশন পানির মঞ্চে আমাদের আরও এক সম্মানীয় অতিথি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mission Paani | Jack Sim: বিশ্বব্যাপী স্যানিটেশন চ্যালেঞ্জের মোকাবিলা করতে এবারে ভারতের মিশন পানির মঞ্চে জ্যাক সিম!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement