Meerut Murder News: সৌরভকে টুকরো টুকরো করে তাঁর টাকাতেই মানালিতে ফুর্তি? মেয়ের ঘৃন্য কীর্তি ফাঁস করলেন মুসকানের বাবা

Last Updated:

গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷

সৌরভ রাজপুত, তাঁর 
স্ত্রী মুসকান এবং মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি৷
সৌরভ রাজপুত, তাঁর স্ত্রী মুসকান এবং মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি৷
মেরঠ: যত সময় যাচ্ছে মেরঠ কাণ্ডে মূল অভিযুক্ত মুসকান রাস্তোগির একের পর কীর্তি সামনে আসছে৷ এবার নিজের বাবাকে প্রতারিত করে স্বামী সৌরভের টাকা হাতিয়ে নেওয়ার অভিযেগ উঠল মুসকানের বিরুদ্ধে৷
বিদেশ থেকে ফেরার আগে নিজের শ্বশুরমশাইয়ের কাছে এক লক্ষ টাকা পাঠিয়েছিল মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত৷ বিদেশ থেকে ফিরে চল্লিশ হাজার টাকা শ্বশুরমশাইয়ের থেকে নিয়েও নিয়েছিল সে৷ কিন্তু স্বামীকে খুনের পর নিজের বাবাকে ভুল বুঝিয়ে বাকি টাকা থেকে আরও চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছিল মুসকান৷ বলা ভাল, নিজের বাবাকেও ঠকিয়েছিল সে৷
advertisement
শ্বশুরমশাইকে কেন টাকা পাঠিয়েছিলেন সৌরভ?
advertisement
মুসকানের বাবা প্রমোদ রাস্তোগি জানিয়েছন, লন্ডন থেকে ফেরার দু মাস আগে তাঁকে ফোন করেন সৌরভ৷ তখনই সৌরভ জানায়, ভারতে আসার আগে নিজের উপার্জিত টাকা পরিচিত কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে রাখতে চায় সে৷ কারণ সৌরভ জানায়, কিছুদিন আগে তাঁর এক পরিচিত মার্চেন নেভির আধিকারিক ভারতে ফিরেছিলেন৷ তখন বিমানবন্দরেই তাঁর সঙ্গে থাকা সব টাকা বাজেয়াপ্ত করা হয়৷ তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই নিজের টাকা ভারতে আসার আগে কারও অক্যাউন্টে পাঠিয়ে রাখতে চেয়েছিলেন সৌরভ৷ জামাইয়ের এ কথা শুনে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সৌরভকে পাঠান তাঁর শ্বশুরমশাই৷
advertisement
মুসকানের বাবা দাবি করেছেন, তাঁর অ্যাকাউন্টে টাকা আসতে সমস্যা হওয়ায় নিজের ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সৌরভকে দেন তিনি৷ সেই অ্যাকাউন্টে সৌরভ ১ লক্ষ টাকা পাঠিয়েও দেয়৷ মেয়ের জন্মদিন উপলক্ষে ভারতে ফিরে এসে ৪০ টাকা শ্বশুরমশাইয়ের থেকে চেয়েও নেয় এস৷ বাকি ৬০ হাজার টাকা সৌরভের শ্যালকের অ্যাকাউন্টেই ছিল৷
advertisement
কীভাবে সেই টাকাও হাতাল মুসকান?
স্বামীকে খুনের পর সেই সৌরভেরই মোবাইল থেকে তাঁর পরিবার এবং পরিচিতদের মেসেজ করত মুসকান৷ উদ্দেশ্য ছিল, সৌরভ জীবিত, এটা প্রমাণ করা৷ একই ভাবে নিজের বাবাকেও সৌরভ সেজে মেসেজ করে মুসকান৷ টাকা লাগবে বলে দাবি করে দু দফায় ২০ হাজার করে মোট চল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় মুসকান৷ বাকি ২০ হাজার টাকা এখনও ওই অ্যাকাউন্টেই রয়েছে বলে জানিয়েছেন মুসকানের বাবা৷ আসলে সেই সময় সৌরভের আর এক খুনি সাহিলের সঙ্গে মানালিতে ছুটি কাটাচ্ছিল মুসকান৷ সৌরভের কষ্টার্জিত টাকা সেখানেই উড়িয়েছিল দুই অভিযুক্ত৷
advertisement
সৌরভ রাজপুত হত্যাকাণ্ড
২০১৬ সালে প্রেম করেই মুসকান নামে ওই তরুণীকে বিয়ে করেন৷ নববিবাহিতা স্ত্রীকে সময় দিতে মার্চেন্ট নেভির চাকরিও ছেড়ে দেন তিনি৷ এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয় সৌরভের পরিবার৷ স্ত্রীকে নিয়ে বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে আসেন সৌরভ৷ ২০১৯ সালে একটি কন্যাসন্তান হয় তাঁদের৷ মেয়ে হওয়ার পরই সৌরভ জানতে পারেন, তাঁর নিজের বন্ধু সাহিলের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন তাঁর স্ত্রী৷ এর পর থেকেই ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়৷ অশান্তির জেরে ফের ২০২৩ সালে মার্চেন্ট নেভির চাকরিতে যোগ দিয়ে বাইরে চলে যান সৌরভ৷
advertisement
গত ২৪ ফেব্রুয়ারি সৌরভ এবং মুসকানের মেয়ের ৬ বছরের জন্মদিন ছিল৷ মেয়ের জন্মদিনে বাড়িতে ফেরেন সৌরভ৷ তখনই প্রেমিক সাহিলের সঙ্গে মিলে স্বামীকে খুনের ছক কষে সৌরভের স্ত্রী৷ গত ৪ মার্চ সৌরভের খাবারের সঙ্গে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে খাইয়ে দেয় মুসকান৷ সৌরভ গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা কেটে তাঁকে খুন করে সাহিল৷ তবে তদন্তের পর পুলিশ দাবি করেছে, কয়েকমাস আগেই স্বামীকে খুনের চক্রান্ত করে ফেলেছিল মুসকান৷ সেই মতো নিজের প্রেমিক সাহিলকেও রাজি করায় সে৷ সৌরভ ফিরতেই পরিকল্পনা বাস্তবায়িত করে দু জন মিলে৷ মুসকান এবং সাহিলকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder News: সৌরভকে টুকরো টুকরো করে তাঁর টাকাতেই মানালিতে ফুর্তি? মেয়ের ঘৃন্য কীর্তি ফাঁস করলেন মুসকানের বাবা
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement