Meerut Murder Post Mortem Report: ছুরির আঘাতে সৌরভের ‘হৃদয়’ ছিন্নভিন্ন, কেটে ফেলা হয় দুই হাত! এত রাগ? মেরঠ কাণ্ডে সামনে এল ময়নাতদন্ত রিপোর্ট

Last Updated:
News18
News18
কতটা নৃশংস ভাবে মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করেছিল তাঁর স্ত্রী মুসকান এবং মুসকানের প্রেমিক সাহিল? সেই ভয়াবহতাই উঠে এল মৃত যুবকের ময়নাতদন্ত রিপোর্টে৷
ময়নাতদন্তের রিপোর্ট দেখে তদন্তকারীরা মনে করছেন, সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মমভাবে তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছিল মুসকান এবং সাহিল৷ ময়নাতদন্ত রিপোর্ট আরও উঠে এসেছে, সৌরভের মাথা শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল৷ তাঁর হাত দুটিও শরীর থেকে কেটে নেওয়া হয়৷ পিছমোড়া অবস্থায় ছিল দুটি পা৷ যা থেকে বোঝা যায়, কোনওক্রমে ঠেসেঠুসে সৌরভের দেহাংশ প্লাস্টিকের ড্রামে ভরেছিল মুসকান এবং সাহিল৷ এর পর সিমেন্ট দিয়ে সেই ড্রাম সিল করে দেওয়া হয়৷
advertisement
ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানাচ্ছেন, শক এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সৌরভের মৃত্যু হয়েছে৷ চিকিৎসকরা আরও জানাচ্ছেন, সৌরভের বুকে এত জোরে ছুরি দিয়ে কোপান হয় যে তাঁর হৃদযন্ত্রেও তিনটি আঘাতের চিহ্ন মিলেছে৷
advertisement
মেরঠ শহরাঞ্চলের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিংও জানিয়েছেন, ড্রামের মধ্যে ভরার জন্য সৌরভের দেহ চার টুকরো করা হয়েছিল৷ বার বার আঘাতের জেরে ফুটো হয়ে যায় সৌরভের হৃদযন্ত্র৷
advertisement
এরকম নির্মম ভাবে সৌরভকে খুন করার পর মুসকান ও সাহিল গাড়ি বুক করে মানালি এবং শিমলা বেড়াতে চলে যান৷ ইতিমধ্যেই সৌরভের স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Meerut Murder Post Mortem Report: ছুরির আঘাতে সৌরভের ‘হৃদয়’ ছিন্নভিন্ন, কেটে ফেলা হয় দুই হাত! এত রাগ? মেরঠ কাণ্ডে সামনে এল ময়নাতদন্ত রিপোর্ট
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement