Meerut Murder Post Mortem Report: ছুরির আঘাতে সৌরভের ‘হৃদয়’ ছিন্নভিন্ন, কেটে ফেলা হয় দুই হাত! এত রাগ? মেরঠ কাণ্ডে সামনে এল ময়নাতদন্ত রিপোর্ট
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কতটা নৃশংস ভাবে মেরঠের মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে খুন করেছিল তাঁর স্ত্রী মুসকান এবং মুসকানের প্রেমিক সাহিল? সেই ভয়াবহতাই উঠে এল মৃত যুবকের ময়নাতদন্ত রিপোর্টে৷
ময়নাতদন্তের রিপোর্ট দেখে তদন্তকারীরা মনে করছেন, সৌরভের মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্মমভাবে তাঁকে ছুরি দিয়ে কুপিয়েছিল মুসকান এবং সাহিল৷ ময়নাতদন্ত রিপোর্ট আরও উঠে এসেছে, সৌরভের মাথা শরীর থেকে কেটে আলাদা করে দেওয়া হয়েছিল৷ তাঁর হাত দুটিও শরীর থেকে কেটে নেওয়া হয়৷ পিছমোড়া অবস্থায় ছিল দুটি পা৷ যা থেকে বোঝা যায়, কোনওক্রমে ঠেসেঠুসে সৌরভের দেহাংশ প্লাস্টিকের ড্রামে ভরেছিল মুসকান এবং সাহিল৷ এর পর সিমেন্ট দিয়ে সেই ড্রাম সিল করে দেওয়া হয়৷
advertisement
ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানাচ্ছেন, শক এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সৌরভের মৃত্যু হয়েছে৷ চিকিৎসকরা আরও জানাচ্ছেন, সৌরভের বুকে এত জোরে ছুরি দিয়ে কোপান হয় যে তাঁর হৃদযন্ত্রেও তিনটি আঘাতের চিহ্ন মিলেছে৷
advertisement
মেরঠ শহরাঞ্চলের পুলিশ সুপার আয়ুষ বিক্রম সিংও জানিয়েছেন, ড্রামের মধ্যে ভরার জন্য সৌরভের দেহ চার টুকরো করা হয়েছিল৷ বার বার আঘাতের জেরে ফুটো হয়ে যায় সৌরভের হৃদযন্ত্র৷
advertisement
এরকম নির্মম ভাবে সৌরভকে খুন করার পর মুসকান ও সাহিল গাড়ি বুক করে মানালি এবং শিমলা বেড়াতে চলে যান৷ ইতিমধ্যেই সৌরভের স্ত্রী মুসকান এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2025 8:41 PM IST