Chhattisgarh News: অর্ধেক দামে মিলছে ওষুধ! ছত্তিশগড় সরকারের বিশেষ উদ্যোগ অনেকের চিন্তা কমিয়েছে
- Published by:Sanchari Kar
- local18
Last Updated:
Chhattisgarh News: ২০২১ সালে শুরু হয় ধন্বন্তরী দাওয়া যোজনা। এই যোজনায় ধন্বন্তরী ওষুধের দোকান খোলা হয় যেখানে কম দামে নানা ধরনের ওষুধ পাওয়া যায়।
রায়পুর: দামি ওষুধ কিনতে গিয়ে অনেককেই দু'বার ভাবতে হয়। প্রয়োজন বেশি অর্থ ব্যয় করে ওষুধ কেনার সামর্থ্য সকলের থাকে না। তাই আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের কথা ভেবে এক বিশেষ উদ্যোগ নিয়েছে ছত্তিশগড় সরকার।
২০২১ সালে শুরু হয় ধন্বন্তরী দাওয়া যোজনা। এই যোজনায় ধন্বন্তরী ওষুধের দোকান খোলা হয় যেখানে কম দামে নানা ধরনের ওষুধ পাওয়া যায়। যোজনার প্রথম পর্যায়ে ছত্তিশগড়ের ১৬৯টি শহরে ১৮৮টি এ রকম ওষুধের খোলা হয়। দোকান এ বার সেই রাজ্যের মহাসমুন্দ জেলায় এ রকম আরও ছ'টি দোকান খুলে গেল।
সেখানে সরাইপালি, বাসনা, পিথোরা, তুমগাঁও, মহাসমুন্দের মতো জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওষুধের দোকানগুলি। প্রচুর মানুষ সেখান থেকে কম দামে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন। এই যোজনার প্রথম বছর থেকে এখনও পর্যন্ত ৩৪৬৪৬ মানুষ নামীদামি নানা কোম্পানির ৫৬ লাখ ৮০ হাজার ৪১২ টাকার ওষুধে ৩১ লাখ ১৭ হাজার ৯৫৯ টাকার ছাড় পেয়েছেন।
advertisement
advertisement
২০২১ সালে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের উদ্যোগে এই যোজনা শুরু হয়। ১৬৯ শহরে ১৯৪টি ওষুধের দোকান খোলা হয়েছে। সরকারি হাসপাতালের চিকিৎসকদের বাধ্যতামূলক ভাবে রোগীদের জন্য জেনেরিক ওষুধ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যাতে তাঁরা ওই দোকানগুলি থেকে সহজেই প্রয়োজনীয় ওষুধ কিনে নিতে পারেন। এখনও পর্যন্ত ১৬৫.৫৯ কোটি টাকার ওষুধে ১০৬ কোটি ৫৩ লাখ টাকার ছাড় দেওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 11:17 AM IST