হোম » ছবি » বিনোদন » এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু এখন কাজ পাচ্ছেন না এই অভিনেত্রী

Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

  • 15

    Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

    এক সময় টিভি খুললেই দেখা যেত মানব-অর্চনার প্রেমকাহিনী। আর এ-ভাবেই ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকের অর্চনা যেন ঘরের মেয়ে হয়ে উঠেছিল। এখনও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ায় ওই ধারাবাহিকের ভিডিও ক্লিপ। ভক্তরাও আবেগতাড়িত হয়ে পড়েন। অথচ অর্চনার ভূমিকায় অভিনয় করা অঙ্কিতা লোখান্ডেকে বর্তমানে আর টিভি-র পর্দায় দেখা যায় না। এটা নিয়ে অভিনেত্রীর ভক্তদের মনেও প্রশ্ন জাগে!

    MORE
    GALLERIES

  • 25

    Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

    তবে সম্প্রতি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ অঙ্কিতাই। এক সাক্ষাৎকারে খোলাখুলি জানালেন, বর্তমানে কাজ পাচ্ছেন না তিনি। তবে অভিনেত্রী সাফ জানিয়ে দিয়েছেন যে, কাজ চাওয়ার জন্য তিনি পরিচালক-প্রযোজকদের দোরে দোরে ঘুরতে পারবেন না। তিনি আসলে কাজ চাইতে পারেন না। নিজের প্রতিভার জোরেই কাজ পেতে চান। অঙ্কিতা আরও জানিয়েছেন, হাতে যে কাজই আসুক না-কেন, সেটা তিনি মন দিয়ে করতে চান।

    MORE
    GALLERIES

  • 35

    Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

    অথচ অঙ্কিতার প্রথম টিভি সিরিজই ছিল সুপারহিট। ‘পবিত্র রিশতা’-র হাত ধরেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন অঙ্কিতা। এর পরে সে-ভাবে আর তাঁকে টিভির পর্দায় দেখা যায়নি। বলিউডে বড় পর্দাতেও অবশ্য নিজের ভাগ্য পরীক্ষা করেছেন অঙ্কিতা। তাঁর ঝুলিতে রয়েছে ‘মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি’ এবং ‘বাঘি ৩’-র মতো হিট ছবিও। এমনকী ‘মণিকর্ণিকা’ ছবিতে কঙ্গনার পাশে আলাদা ভাবে নজর কেড়েছিলেন অভিনেত্রী।

    MORE
    GALLERIES

  • 45

    Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

    আবার বাস্তব জীবনেও বহু বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন নায়িকা। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেম-বিচ্ছেদ নিয়ে আগে প্রচুর জলঘোলা হয়েছিল। ২০২০ সালে সুশান্তের মৃত্যুর পরে ফের প্রচারের আলোয় এসেছিলেন অঙ্কিতা। যদিও তখন তাঁর জীবনে ছিলেন ব্যবসায়ী বিকি জৈন। সেই সব বিতর্ককে পেরিয়ে ২০২১ সালে বিকির সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী। এর পর সেলিব্রিটি রিয়েলিটি শো ‘স্মার্ট জোড়ি’-তে অংশগ্রহণ করেছিলেন এই দম্পতি। তবে ওই শো শেষ করার পর দেড় বছর ধরে অঙ্কিতা হাতে কোনও কাজ নেই।

    MORE
    GALLERIES

  • 55

    Ankita Lokhande: এক সময় টিভির পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন! কিন্তু তা সত্ত্বেও কাজ পাচ্ছেন না কঙ্গনা রানাউতের সহ-অভিনেত্রী

    ছবি কিংবা টিভি শো-এর অফারও পাচ্ছেন না। বর্তমানে অবশ্য কিছু বিজ্ঞাপনের কাজ অঙ্কিতার হাতে রয়েছে। যদিও বিজ্ঞাপনের আয় তাঁদের কাছে খুবই নগণ্য। তবে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ট্রেন্ডিং রিল বানান। এমনকী ছবি এবং ভিডিও পোস্ট করতেও দেখা যায় তাঁকে। আর সেই রিল এবং ভিডিওগুলির ভিউ প্রচুর। বলাই বাহুল্য যে, তাতে উপচে পড়ে ভক্তদের ভালবাসা!

    MORE
    GALLERIES