advertisement

MEA on Bangladesh: ‘উপেক্ষা করার মতো নয়,’ বাংলাদেশে দীপু দাসের হত্যা এবং সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রতিক্রিয়া ভারতের

Last Updated:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলা হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন চরমপন্থী শক্তির লাগাতার হামলা অত্যন্ত নিন্দনীয়।"

ভারতের উদ্বেগ প্রকাশ
ভারতের উদ্বেগ প্রকাশ
নয়াদিল্লি:  বাংলাদেশে সংখ্যালঘুদের উপর চলা হিংসা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন চরমপন্থী শক্তির লাগাতার হামলা অত্যন্ত নিন্দনীয়।” এই ধরনের ঘটনাগুলিকে রাজনৈতিক হিংসা বা মিডিয়ার বাড়াবাড়ি বলে এড়িয়ে যাওয়া যায় না বলেও স্পষ্ট করেন তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণধীর জয়সওয়াল বাংলাদেশের সংখ্যালঘু যুবক দীপু চন্দ্র দাসের হত্যার ঘটনারও তীব্র নিন্দা জানান। ভিত্তিহীন ধর্মনিন্দার অভিযোগে তাঁকে পিটিয়ে হত্যা করা হয় এবং পরে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপের প্রত্যাশা প্রকাশ করেছে ভারত।
সংবাদ সংস্থা এএনআই-কে উদ্ধৃত করে জয়সওয়াল বলেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অব্যাহতভাবে বিদ্বেষমূলক আচরণ গভীর উদ্বেগের বিষয়। সাম্প্রতিককালে এক সংখ্যালঘু যুবকের হত্যাকাণ্ডের আমরা তীব্রভাবে নিন্দা করছি এবং আশা করছি, এই অপরাধের সঙ্গে জড়িতদের বিচার হবে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ভারত আগেও বারবার উদ্বেগ জানিয়েছে এবং এই ধরনের ঘটনার ক্ষেত্রে বাংলাদেশের তরফে যে ‘ভুল বর্ণনা’ তুলে ধরা হচ্ছে, তা ভারত প্রত্যাখ্যান করেছে।
বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর প্রায় ২,৯০০টি হিংসার ঘটনা রিপোর্ট হয়েছে। এই প্রসঙ্গে জয়সওয়াল বলেন, “আমরা আগেও বিবৃতি দিয়ে বাংলাদেশের তরফে ছড়ানো ভ্রান্ত তথ্যের বিরোধিতা করেছি।”
advertisement
এদিকে, দীর্ঘ ১৭ বছর পর আসন্ন নির্বাচনের আগে বিএনপি নেতা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত বরাবরের মতোই বাংলাদেশে স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে। এই ঘটনাটিকেও সেই প্রেক্ষাপটেই দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ভারতের দীর্ঘদিনের অবস্থান ফের সামনে আনেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, পরিস্থিতির উপর কড়া নজর রাখছে নয়াদিল্লি। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সরকার সংবিধান অনুযায়ী ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
MEA on Bangladesh: ‘উপেক্ষা করার মতো নয়,’ বাংলাদেশে দীপু দাসের হত্যা এবং সংখ্যালঘু নিপীড়ন নিয়ে প্রতিক্রিয়া ভারতের
Next Article
advertisement
Saraswati Puja: তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
তিনশো বছরের ঐতিহ্য, বিগ বাজেটের পুজো দেখতে মানুষের ঢল! সরস্বতী পুজোয় উৎসবের মেজাজ কালনায়
  • কালনায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে উৎসবের মেজাজ৷

  • একাধিক বিগ বাজেট, থিমের পুজো শহর জুড়ে৷

  • পুজো দেখতে বিভিন্ন জেলা থেকে ভিড় জমিয়েছেন মানুষ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement