Margaret Alva: বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা! ধনখড়ের প্রতিদ্বন্দ্বী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল

Last Updated:

Margaret Alva: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণার পর এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “১৭ দলের সর্বসম্মতিতে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়ন দাখিল করবেন আলভা।”

বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা
বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা
শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী। রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লড়াইয়ে রাজস্থানের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেওয়া হল। বিরোধীদের মনোনীত উপরাষ্ট্রপতি (Vice President) পদপ্রার্থী হলেন মার্গারেট আলভা।
advertisement
advertisement
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণার পর এনসিপি প্রধান শরদ পওয়ার বলেন, “১৭ দলের সর্বসম্মতিতে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করবেন আলভা।” তৃণমূল এবং আম আদমি পার্টির প্রসঙ্গে পওয়ার বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। কোনও কনফারেন্সে ব্যস্ত ছিলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। কিছু দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থীকে (যশবন্ত সিনহা) সমর্থন করার কথা ঘোষণা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি নির্বাচনেও আমাদের প্রার্থীকে (মার্গারেট আলভা) সমর্থনের কথা ঘোষণা করবেন।”
advertisement
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্ম মার্গারেট আলভার। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯-এ রাজনীতিতে যোগ দেন। ইন্দিরা গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ‘হাত’ ধরে পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে সংসদে পা রাখেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়া উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নজির গড়েন মার্গারেট আলভা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Margaret Alva: বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা! ধনখড়ের প্রতিদ্বন্দ্বী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement