Margaret Alva: বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা! ধনখড়ের প্রতিদ্বন্দ্বী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল

Last Updated:

Margaret Alva: উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণার পর এনসিপি প্রধান শরদ পওয়ার বলেছেন, “১৭ দলের সর্বসম্মতিতে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়ন দাখিল করবেন আলভা।”

বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা
বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা
শনিবারই উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল জগদীপ ধনখড়ের নাম ঘোষণা করেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এনডিএ-র উপরাষ্ট্রপতি প্রার্থী। রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে লড়াইয়ে রাজস্থানের প্রাক্তন রাজ্যপালকে বেছে নেওয়া হল। বিরোধীদের মনোনীত উপরাষ্ট্রপতি (Vice President) পদপ্রার্থী হলেন মার্গারেট আলভা।
advertisement
advertisement
উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে মার্গারেট আলভার নাম ঘোষণার পর এনসিপি প্রধান শরদ পওয়ার বলেন, “১৭ দলের সর্বসম্মতিতে উপরাষ্ট্রপতি পদে মার্গারেট আলভার নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল করবেন আলভা।” তৃণমূল এবং আম আদমি পার্টির প্রসঙ্গে পওয়ার বলেছেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম। কোনও কনফারেন্সে ব্যস্ত ছিলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের সঙ্গেও আমরা যোগাযোগ করেছি। কিছু দিন আগেই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের প্রার্থীকে (যশবন্ত সিনহা) সমর্থন করার কথা ঘোষণা করেছেন তিনি। উপরাষ্ট্রপতি নির্বাচনেও আমাদের প্রার্থীকে (মার্গারেট আলভা) সমর্থনের কথা ঘোষণা করবেন।”
advertisement
কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে জন্ম মার্গারেট আলভার। আইন নিয়ে পড়াশোনার পর তা নিয়েই কেরিয়ারের পথে এগিয়েছিলেন। ১৯৬৯-এ রাজনীতিতে যোগ দেন। ইন্দিরা গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসের ‘হাত’ ধরে পথচলা শুরু। কর্ণাটক প্রদেশ কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। পরবর্তী সময়ে সংসদে পা রাখেন। চারবার রাজ্যসভার সাংসদ ও একবার লোকসভার সাংসদ হন। ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও। এছাড়া উত্তরাখণ্ডের প্রথম মহিলা রাজ্যপাল হিসেবে নজির গড়েন মার্গারেট আলভা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Margaret Alva: বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী মার্গারেট আলভা! ধনখড়ের প্রতিদ্বন্দ্বী রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement