সাদা SUV-তে যাচ্ছিলেন, পর পর বিঁধে গেল গুলি! ফের উত্তপ্ত মণিপুর! নিহত ৪

Last Updated:

মণিপুরের চূড়াচাঁদপুরে কুকি ন্যাশনাল আর্মির উপপ্রধান থেঙ্কোথাং হাউকিপসহ তিন কেএনএ সদস্য ও এক পথচারী নিহত। ইউকেএনএ প্রতিশোধমূলক হামলার দাবি করেছে. পুলিশ তদন্তে নেমেছে।

 সাদা SUV-তে যাচ্ছিলেন, পর পর বিঁধে গেল গুলি! ফের উত্তপ্ত মণিপুর! নিহত কুকি জঙ্গি সংগঠনের উপপ্রধান-সহ ৩ জঙ্গি ও এক সাধারণ নাগরিক
সাদা SUV-তে যাচ্ছিলেন, পর পর বিঁধে গেল গুলি! ফের উত্তপ্ত মণিপুর! নিহত কুকি জঙ্গি সংগঠনের উপপ্রধান-সহ ৩ জঙ্গি ও এক সাধারণ নাগরিক
ইম্ফল, গুয়াহাটি: মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভয়াবহ গুলির লড়াইয়ে নিহত হলেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশন (KNO)-এর অন্তর্ভুক্ত জঙ্গি সংগঠন কুকি ন্যাশনাল আর্মি (KNA)-র উপপ্রধান থেঙ্কোথাং হাউকিপ ওরফে থাহপি (৪৮)। একই ঘটনায় মারা গেছেন আরও দুই কেএনএ সদস্য এবং একজন নিরীহ পথচারী।
সূত্রের খবর অনুযায়ী, নিহত দুই কেএনএ সদস্য হলেন সেখোগিন (৩৪) এবং লেংগুহাও (৩৫)। নিহত লেংগুহাও কেএনও প্রধান পিএস হাউকিপের জামাতা বলেও জানা গেছে।

সাদা SUV-তে করে যাচ্ছিলেন, অতর্কিতে হামলা

advertisement
সোমবার দুপুর ২টা নাগাদ চূড়াচাঁদপুর জেলার মংজাং গ্রামে এই হামলা ঘটে। ওই তিন কেএনএ সদস্য একটি সাদা SUV গাড়িতে যাচ্ছিলেন, তখনই প্রতিদ্বন্দ্বী জঙ্গি সংগঠন ইউনাইটেড কুকি ন্যাশনাল লিবারেশন আর্মি (UKNA)-র সদস্যরা তাঁদের ওপর অতর্কিতে গুলি চালায়।
advertisement
হামলায় এক পথচারীও প্রাণ হারান। নিহত ওই সাধারণ নাগরিকের নাম ফালহিং (বয়স ৭২), তিনি চূড়াচাঁদপুরের কৈট এলাকার বাসিন্দা ছিলেন।
advertisement

UKNA-র প্রতিশোধমূলক হামলার দাবি

পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপে ছড়ানো একটি ইউকেএনএ বিবৃতিতে দাবি করা হয়েছে, এই হামলা ছিল KNA-র হাতে ইউকেএনএ-র এক নেতা ও আরও ৩০ জন সদস্য নিহত হওয়ার প্রতিশোধ। পুলিশ এই হামলার তদন্তে নেমেছে, এলাকা ঘিরে ফেলা হয়েছে, তবে সরকারি বিবৃতি এখনও পর্যন্ত প্রকাশ পায়নি।

SoO চুক্তি ও সংঘর্ষের রাজনৈতিক প্রেক্ষাপট

advertisement
উল্লেখযোগ্যভাবে, KNO একটি স্বাক্ষরকারী সংগঠন Suspension of Operations (SoO) চুক্তিতে, যা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে করা হয়। এই চুক্তির অধীনে সদস্যদের নির্দিষ্ট ক্যাম্পে থেকে অস্ত্র গচ্ছিত রাখতে হয় এবং নিরাপত্তা বাহিনীর নজরদারিতে থাকতে হয়।
কিন্তু ইউকেএনএ এই চুক্তির অংশ নয়। মার্চ ৮ তারিখে আসাম রাইফেলস চূড়াচাঁদপুরের হেংলেপ গ্রামে ইউকেএনএ-র একটি গোপন ক্যাম্প ধ্বংস করে দেয়। ক্যাম্পটি জঙ্গলে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় সেনা।
advertisement
সম্প্রতি, KNO ও UPF (United People’s Front)-এর নেতারা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের (MHA) আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে মণিপুরের একাংশকে আলাদা প্রশাসনিক এলাকা বা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন।
এই হামলা শুধু একটি ভিন্নমতপোষণকারী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ নয়, বরং রাজ্য-জাতিগত সহিংসতা ও বিচ্ছিন্নতাবাদী রাজনীতির জটিলতায় মোড়া একটি বিপজ্জনক ইঙ্গিত।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাদা SUV-তে যাচ্ছিলেন, পর পর বিঁধে গেল গুলি! ফের উত্তপ্ত মণিপুর! নিহত ৪
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement