মাছ নয় 'মহৌষধ'! বাজারে থরে থরে সাজানো... খেলেই কমে সুগার, কোলেস্টেরল, হৃদরোগের ঝুঁকি নেই!
- Published by:Tias Banerjee
Last Updated:
Fish: সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমনই এক উপেক্ষিত সামুদ্রিক মাছের জাদুকরী গুণ, যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও লিভারের সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী হতে পারে। কোন মাছ নিয়ে এই গবেষণা?
advertisement
advertisement
advertisement
এই গবেষণাটি করেছেন পশ্চিম মেদিনীপুরের বেলদা কলেজ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক ও ছাত্ররা। নেতৃত্বে ছিলেন অধ্যাপক কৌশিক দাস (বেলদা কলেজ)। গবেষণায় যুক্ত ছিলেন অধ্যাপক শ্রাবন্তী পাইন, গবেষক জয়শ্রী লাহা, ছাত্র সঞ্জয় দাস, সুপ্রিয়া ভৌমিক ও সায়ন পান্ডা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অধ্যাপক শ্রাবন্তী পাইন ইতিমধ্যেই তাঁর এই গবেষণার জন্য পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস ২০২৩-এ সম্মানিত হয়েছেন। গন্ধটা একটু তীব্র ঠিকই, কিন্তু এই ভোলা ভেটকির পুষ্টিগুণ আর স্বাস্থ্য রক্ষাকারী ক্ষমতা যে সত্যিই অসাধারণ—তা এখন প্রমাণিত। তাই এবার থেকে বাজারে গেলে গন্ধ এড়িয়ে নয়, স্বাস্থ্য ভেবেই ভাবুন—“ভোলা ভেটকি খাব?”