সাপের শত্রু ঘরের এই ৪ জিনিস! দরজায় ছুঁড়ে দিলেই কাছে আসবে না সাপ! বর্ষায় নো টেনশন!
- Published by:Tias Banerjee
Last Updated:
কিছু সহজ ঘরোয়া উপায় আছে যা অনুসরণ করলে আপনি সহজেই সাপকে আপনার বাড়ি বা বাগানের কাছ থেকে দূরে রাখতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
Snake Repellant tips: ✅ ২. অ্যামোনিয়া (Ammonia) অ্যামোনিয়ার গন্ধ সাপ সহ্য করতে পারে না। বর্ষাকালে পোকামাকড় তাড়াতেও এটি খুব কার্যকর। কীভাবে ব্যবহার করবেন: ২-৩ টেবিলচামচ অ্যামোনিয়ার সঙ্গে ১-২ কাপ জল মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর সেই দ্রবণটি গাছপালা, দরজা ও আশপাশে স্প্রে করুন। 👉 কয়েক সেকেন্ডের মধ্যেই সাপ গন্ধ পেয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
advertisement
Snake Repellant tips: ✅ ৩. লবঙ্গ ও দারুচিনির তেল (Clove and Cinnamon Oil) এই দুটি তেলের গন্ধ সাপদের জন্য অসহ্য। ব্যবহার পদ্ধতি: ২ চা চামচ লবঙ্গ তেল ও দারুচিনি তেল মিশিয়ে ৩ কাপ জলে মিশিয়ে স্প্রে বানিয়ে ফেলুন। তারপর সেই দ্রবণ বাগানের গাছে গাছে স্প্রে করুন। 👉 এমনকি এই দ্রবণ বৃষ্টির সময়ের পোকামাকড়কেও দূরে রাখে।
advertisement
advertisement