#চেন্নাই: আত্মহত্যার জন্য চারতলার ছাদ থেকে নীচে ঝাঁপ মেরেছিলেন এক মাঝবয়সী ভদ্রলোক ৷ কিন্তু নিজে তো মরলেনই না, উল্টে মৃত্যু হল এক বৃদ্ধার ! আত্মহত্যা করতে গিয়ে বৃদ্ধার কী করে মৃত্যু হল ? আসলে তিনি যেখানে ঝাঁপ মেরেছিলেন, সেখানে নীচেই শুয়ে ছিলেন ওই বৃদ্ধা ৷ ভদ্রলোক সোজা গিয়ে পড়েন তাঁর ঘাড়ে ৷ তাই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি ৷ মারা যান বৃদ্ধা ৷ পাশাপাশি আশঙ্কাজনক অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন ওই বছর সাঁইত্রিশের ব্যক্তি ৷
ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। পেশায় অটোচালক ব্যক্তির নাম সেলভামুরুগান। পুলিশ জানিয়েছে, সেদিন রাত্রে বাড়ি ফিরে বউ এবং ভাইয়ের সঙ্গে তুমুল ঝগড়া করেন সেলভামুরুগান। আত্মহত্যা করার হুমকিও দেন তিনি ৷ কিন্তু প্রতিদিন একই কথা সেলভামুরুগান বলেন বলে পরিবারের লোকজনও তাঁর হুমকিতে বিশ্বাস রাখেননি ৷ কিন্তু এদিন আত্মহত্যা করার জন্য মনস্থির করেই ফেলেছিলেন মুরুগান ৷ তাঁর বাড়ির ঠিক তলাতেই খাটিয়া পেতে শুয়ে ছিলেন এক বৃদ্ধা ৷ আর সেলভামুরুগান কিছু না দেখে যে ঝাঁপটা দিলেন, একেবারে পড়বি তো পড়, পড়লেন পুরো বৃদ্ধার উপর ৷ তাই এযাত্রাতে নিজে বেঁচে গেলেও মৃত্যু হল ওই বৃদ্ধার ৷ যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা ৷
স্বামী ও ছেলের সঙ্গে বৃদ্ধা থাকতেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ সেলভামুরুগানের বিরূদ্ধে মামলা দায়ের করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chennai, Jumps From Terrace, Man Jumps, Old Lady Death, Suicide Attempt