Heart Attack: লিফটে আটকে ৮ বছরের ছেলে, আতঙ্কে আর্তনাদ! তিন মিনিটের মধ্যে মর্মান্তিক পরিণতি বাবার

Last Updated:

বন্ধ লিফটের দরজার ফাঁক গলেই আতঙ্কিত ছেলের আর্তনাদ পৌঁছয় বাবার কানে৷ ছেলেকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন ঋষিরাজ৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
ভোপাল: মাত্র মিনিট তিনেক৷ এটুকু সময়ই বোধ হয় জীবন আর মৃত্যুর মধ্যে সরু লাইনটা টেনে দেওয়ার জন্য যথেষ্ট৷ ঠিক যেমন ঘটল মধ্যপ্রদেশের ভোপালে৷ লিফটে আটকে পড়া ছেলেকে উদ্ধার করার চেষ্টায় কয়েক মিনিটের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বাবার৷
মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভোপালের একটি অভিজাত আবাসনে৷ এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, মৃত ওই ব্যক্তির নাম ঋষিরাজ ভাটনাগর৷ গত সোমবার রাত দশটা নাগাদ আবাসনের লিফটে চড়েই উপরে নিজেদের ফ্ল্যাটে আসার চেষ্টা করে ঋষিরাজের ৮ বছর বয়সি পুত্র দেবাংশ৷
সেই সময় বাইরে ঝোড়ো হাওয়া বইছিল৷ ৮ বছর বয়সি দেবাংশ লিফটে ওঠার পরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ আতঙ্কিত হয়ে শিশুটি প্রাণপণে নিজের বাবাকে ডাকতে থাকে৷
advertisement
advertisement
বন্ধ লিফটের দরজার ফাঁক গলেই আতঙ্কিত ছেলের আর্তনাদ পৌঁছয় বাবার কানে৷ ছেলেকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন ঋষিরাজ৷ সিঁড়ি দিয়ে বার বার ওঠানামা করতে থাকেন তিনি৷ দ্রুত ছুটে যান জেনারেটর রুমে৷ কোনও ভাবে লিফট চালু করে ছেলেকে বের করে আনার জন্য যা যা করা সম্ভব, করে ফেলেন উদ্বিগ্ন ওই ব্যক্তি৷
advertisement
আর তা করতে গিয়েই ঘটে যায় বিপত্তি৷ মিনিট তিনেকের মধ্যে জেনারেটর চালু হয়ে লিফটের বিদ্যুৎ সংযোগ শুরু করে৷ চালু হয় লিফট৷ দরজা খুলে নিরাপদেই বেরিয়ে আসে ৮ বছর বয়সি দেবাংশ৷ কিন্তু ততক্ষণে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন তাঁর বাবা৷
লিফটে আটকে থাকা ছেলের জন্য উদ্বেগ, বার বার সিঁড়ি দিয়ে ওঠানামার ধকল আর নিতে পারেনি তাঁর শরীর৷ হৃদরোগে আক্রান্ত হন তিনি৷ প্রতিবেশীরা এগিয়ে এসে সাহায্যের চেষ্টা করেন ঋষিরাজকে৷ দেওয়া হয় সিপিআর৷ সঙ্গে সঙ্গে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় তাঁকে৷ কিন্তু শেষরক্ষা হয়নি৷ ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
ঘটনাচক্রে মাত্র তিন মাস আগে ঋষিরাজের বাবাও বিকেলে চা খেতে খেতে একই ভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান৷
প্রাথমিক ভাবে ওই আবাসনের অন্যান্য বাসিন্দা এবং পুলিশ জানতে পেরেছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জেনারেটর সঙ্গে সঙ্গে চালু হয়নি৷ যে কারণেই আতঙ্ক গ্রাস করে লিফটের ভিতরে থাকা শিশুটিকে৷ পুলিশ অবশ্য জানিয়েছে, কেন এই বিভ্রাট ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে৷
advertisement
ওই আবাসনের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে আবাসিকদের সবধরনের সুবিধার দিকে খেয়াল রাখতেন ঋষিরাজ৷ আবাসন সংক্রান্ত কোনও সমস্যায় কোনও আবাসিক পড়লে, সবার আগে তিনিই ছুটে যেতেন৷ আবাসনের লিফট, জেনারেটরের কীভাবে চলে সেসব কিছুও ছিল তাঁর নখদর্পণে৷ কিন্তু আতঙ্কিত ছেলের আর্তনাদে দিশেহারা হয়ে পড়েছিলেন ঋষিরাজ৷ আর তার পরিণতি হল মর্মান্তিক৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: লিফটে আটকে ৮ বছরের ছেলে, আতঙ্কে আর্তনাদ! তিন মিনিটের মধ্যে মর্মান্তিক পরিণতি বাবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement