Mamata Banerjee Message For Congress: 'তৃণমূলই বিকল্প, কংগ্রেস জোটে আসতে চাইলে স্বাগত', গোয়ায় নমনীয় হলেন মমতা?

Last Updated:

গত কয়েক মাসে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল (Mamata Banerjee Message For Congress)৷

মমতার শর্তে রাজি হবেন সনিয়ারা?
মমতার শর্তে রাজি হবেন সনিয়ারা?
#পানাজি: তৃণমূলই বিকল্প৷ সেই শর্ত মেনে কংগ্রেস যদি জোটে আসতে চায়, তাহলে স্বাগত৷ কংগ্রেসের (Congress)প্রতি কিছুটা নমনীয় হয়ে এ দিন গোয়াতে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তবে মমতা আরও একবার বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের শর্ত মেনে জোটে থাকবে না তৃণমূল (TMC in Goa)৷ আপাত দৃষ্টিতে গোয়া নির্বাচনের দিকে তাকিয়ে মমতার এই মন্তব্য করলেও সর্বভারতীয় ক্ষেত্রেও যে তৃণমূল এই কৌশলই নেবে, তেমনই মনে করছে রাজনৈতিক মহল৷
গত কয়েক মাসে কংগ্রেসের (Cngress TMC Alliance) সঙ্গে তৃণমূলের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল৷ ব্যতিক্রম নয় গোয়াও৷ সাম্প্রতিক কালে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
এ দিনও গোয়ার বেনাওলিমে জনসভায় প্রথমে কংগ্রেসের সমালোচনা করে তৃণমূলনেত্রী বলেন, 'কোনও কোনও দল নিজেদের জমিদার মনে করে৷ নিজেও কিছু করে না, কাউকে কিছু করতেও দেবে না৷ কতদিন অপেক্ষা করেছি আমরা৷ আমরা এই কারণেই কংগ্রেস ছেড়েছি৷ আমাদের উপরে সিপিএম বার বার হামলা করেছে৷ শরীরের এমন কোনও জায়গা নেই যেখানে সিপিএম মারেনি৷ তার রপরেও দেখতাম কংগ্রেস- সিপিএমের সঙ্গে বোঝাপড়া করছে৷ সেই কারণেই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম৷'
advertisement
এর পরে অবশ্য কংগ্রেসের প্রতি কিছুটা নমনীয় হয়ে মমতা বলেন, 'কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কংগ্রেস যদি মনে করে বিজেপি-কে হারাতে হবে, আমাদের কোনও আপত্তি নেই৷ গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি-র মতো চার পাঁচটি দলকে নিয়ে তো গোয়ায় আমাদের জোট হয়ে গিয়েছে৷ আপনারা যোগ দিতে চাইলে যোগ দিন৷ কোনও আপত্তি নেই৷ আপনারা করবেন না, কাউকে করতে দেবেন না, এটা ঠিক নয়৷ গণতন্ত্রে কারও জমিদারি চলবে না৷ আপনারা যদি চান বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না, তাহলে আসুন৷ কিন্তু বিজেপি-কে এবার কোনওভাবেই জিততে দেব না৷'
advertisement
গোয়ায় তৃণমূল সংগঠন বাড়ানোর সঙ্গে সঙ্গেই কংগ্রেস অভিযোগ করে, বিরোধী ভোট ভেঙে বিজেপি-কে সুবিধা করে দেওয়াই তৃণমূলের আসল উদ্দেশ্য৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধী ভোট বিভাজনের দায় কংগ্রেসের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করলেন৷ মমতা দাবি করলেন, গোয়ায় এখন তৃণমূলই প্রথম বিকল্প৷ তাদের সঙ্গে এমজিপি, গোয়া ফরওয়ার্ড পার্টির মতো দলগুলির জোটও তৈরি৷ অন্যান্য দলগুলির মতো কংগ্রেসও সেই জোট শামিল হতে পারে বলে প্রস্তাব দিয়ে সনিয়া- রাহুল গান্ধিদের কোর্টে বল ঠেলে দিলেন তৃণমূলনেত্রী৷
advertisement
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ায় তৃণমূলে যোগ দেন এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও৷ মমতার এই শর্তে কংগ্রেস রাজি হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee Message For Congress: 'তৃণমূলই বিকল্প, কংগ্রেস জোটে আসতে চাইলে স্বাগত', গোয়ায় নমনীয় হলেন মমতা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement