Mamata Banerjee Message For Congress: 'তৃণমূলই বিকল্প, কংগ্রেস জোটে আসতে চাইলে স্বাগত', গোয়ায় নমনীয় হলেন মমতা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত কয়েক মাসে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল (Mamata Banerjee Message For Congress)৷
#পানাজি: তৃণমূলই বিকল্প৷ সেই শর্ত মেনে কংগ্রেস যদি জোটে আসতে চায়, তাহলে স্বাগত৷ কংগ্রেসের (Congress)প্রতি কিছুটা নমনীয় হয়ে এ দিন গোয়াতে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ তবে মমতা আরও একবার বুঝিয়ে দিয়েছেন, কংগ্রেসের শর্ত মেনে জোটে থাকবে না তৃণমূল (TMC in Goa)৷ আপাত দৃষ্টিতে গোয়া নির্বাচনের দিকে তাকিয়ে মমতার এই মন্তব্য করলেও সর্বভারতীয় ক্ষেত্রেও যে তৃণমূল এই কৌশলই নেবে, তেমনই মনে করছে রাজনৈতিক মহল৷
গত কয়েক মাসে কংগ্রেসের (Cngress TMC Alliance) সঙ্গে তৃণমূলের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে৷ কংগ্রেসে ভাঙন ধরিয়ে বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াচ্ছে তৃণমূল৷ ব্যতিক্রম নয় গোয়াও৷ সাম্প্রতিক কালে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে সরাসরি কিছু বলতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
এ দিনও গোয়ার বেনাওলিমে জনসভায় প্রথমে কংগ্রেসের সমালোচনা করে তৃণমূলনেত্রী বলেন, 'কোনও কোনও দল নিজেদের জমিদার মনে করে৷ নিজেও কিছু করে না, কাউকে কিছু করতেও দেবে না৷ কতদিন অপেক্ষা করেছি আমরা৷ আমরা এই কারণেই কংগ্রেস ছেড়েছি৷ আমাদের উপরে সিপিএম বার বার হামলা করেছে৷ শরীরের এমন কোনও জায়গা নেই যেখানে সিপিএম মারেনি৷ তার রপরেও দেখতাম কংগ্রেস- সিপিএমের সঙ্গে বোঝাপড়া করছে৷ সেই কারণেই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলাম৷'
advertisement
এর পরে অবশ্য কংগ্রেসের প্রতি কিছুটা নমনীয় হয়ে মমতা বলেন, 'কংগ্রেসের বিরুদ্ধে কিছু বলতে চাই না, কংগ্রেস যদি মনে করে বিজেপি-কে হারাতে হবে, আমাদের কোনও আপত্তি নেই৷ গোয়া ফরওয়ার্ড পার্টি, এমজিপি-র মতো চার পাঁচটি দলকে নিয়ে তো গোয়ায় আমাদের জোট হয়ে গিয়েছে৷ আপনারা যোগ দিতে চাইলে যোগ দিন৷ কোনও আপত্তি নেই৷ আপনারা করবেন না, কাউকে করতে দেবেন না, এটা ঠিক নয়৷ গণতন্ত্রে কারও জমিদারি চলবে না৷ আপনারা যদি চান বিজেপি বিরোধী ভোট ভাগ হবে না, তাহলে আসুন৷ কিন্তু বিজেপি-কে এবার কোনওভাবেই জিততে দেব না৷'
advertisement
গোয়ায় তৃণমূল সংগঠন বাড়ানোর সঙ্গে সঙ্গেই কংগ্রেস অভিযোগ করে, বিরোধী ভোট ভেঙে বিজেপি-কে সুবিধা করে দেওয়াই তৃণমূলের আসল উদ্দেশ্য৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা বিরোধী ভোট বিভাজনের দায় কংগ্রেসের দিকেই ঠেলে দেওয়ার চেষ্টা করলেন৷ মমতা দাবি করলেন, গোয়ায় এখন তৃণমূলই প্রথম বিকল্প৷ তাদের সঙ্গে এমজিপি, গোয়া ফরওয়ার্ড পার্টির মতো দলগুলির জোটও তৈরি৷ অন্যান্য দলগুলির মতো কংগ্রেসও সেই জোট শামিল হতে পারে বলে প্রস্তাব দিয়ে সনিয়া- রাহুল গান্ধিদের কোর্টে বল ঠেলে দিলেন তৃণমূলনেত্রী৷
advertisement
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে গোয়ায় তৃণমূলে যোগ দেন এনসিপি বিধায়ক চার্চিল আলেমাও৷ মমতার এই শর্তে কংগ্রেস রাজি হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 13, 2021 9:59 PM IST