TMC Announces Grihalaxmi Scheme in Goa: লক্ষ্মীর ভান্ডার মডেল গোয়াতেও! পাঁচশোর বদলে মাসে পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের

Last Updated:

পশ্চিমবঙ্গের মতো গোয়াতেও বড় সংখ্যক মহিলা ভোটব্যাঙ্ক রয়েছে৷ গোয়ায় মোট ভোটারদের ৫১ শতাংশই মহিলা (TMC Announces Grihalaxmi Scheme in Goa)৷

গোয়ার মহিলা ভোটারদের মন জয়ে বড় ঘোষণা তৃণমূলের৷
গোয়ার মহিলা ভোটারদের মন জয়ে বড় ঘোষণা তৃণমূলের৷
#পানাজি: লক্ষ্মীর ভান্ডারের (Laxmir Bhandar) আদলেই তৃণমূল ক্ষমতায় এলেই গোয়াতেও চালু হবে একই গৃহলক্ষ্মী স্কিম (Grihalaxmi Scheme)৷ এ দিন তৃণমূলের তরফে আনুষ্ঠানিক ভাবেই এই ঘোষণা করে দেওয়া হল৷ তবে বাংলার তুলনায় পরিবার পিছু মহিলারা দশগুণ বেশি ভাতা পাবেন এই প্রকল্পে৷ তৃণমূলের (TMC in Goa) ঘোষণা অনুযায়ী, তারা ক্ষমতায় এলে গোয়ায় পরিবার পিছু একজন করে মহিলা মাসিক পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন৷ ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে তৃণমূল এই প্রকল্প বাস্তবায়িত করবে বলে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে৷
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পশ্চিমবঙ্গে পাঁচশো টাকা করে পান মহিলারা৷ এক্ষেত্রে অবশ্য একই পরিবারের একাধিক সদস্য এই ভাতা পেতে পারেন৷ তফশিলি জাতি, উপজাতি তালিকাভুক্তদের ক্ষেত্রে মাসিক এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয়৷
advertisement
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল৷ মূল লক্ষ্য ছিল রাজ্যের বিপুল সংখ্যক মহিলা ভোটারদের মন জয়৷ ভোট বাক্সে এর সুফলও পেয়েছিল শাসক দল৷
advertisement
advertisement
পশ্চিমবঙ্গের মতো গোয়াতেও বড় সংখ্যক মহিলা ভোটব্যাঙ্ক রয়েছে৷ গোয়ায় মোট ভোটারদের ৫১ শতাংশই মহিলা৷ তাঁদের মন জয়েই এবার গৃহলক্ষ্মী প্রকল্পকেই অস্ত্র করছে তৃণমূল৷
এ দিন গোয়ার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইটারে জানানো হয়েছে, 'প্রতি মাসে গোয়ার প্রত্যেক পরিবারকে নিশ্চিত আর্থিক সমর্থনের জন্য গৃহলক্ষ্মী কার্ড নিয়ে আসা হল৷ এই প্রকল্পে প্রত্যেক পরিবারের একজন করে মহিলার অ্যাকাউন্টে মাসিক পাঁচ হাজার টাকা (বছরে ৬০ হাজার) সরাসরি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে৷'
advertisement
কীভাবে গৃহলক্ষ্মী কার্ড সংগ্রহ করে গৃহলক্ষ্মী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে হবে, ট্যুইটে তাও বিশদে জানানো হয়েছে৷ নিছক প্রতিশ্রুতি নয়, তৃণমূল যে সত্যিই এই প্রকল্প কার্যকর করবে, তার জন্য এখন থেকেই দলীয় কর্মীদের মাধ্যমে গৃহলক্ষ্মী কার্ড বিলি করে নাম নথিভুক্তির কাজও শুরু করে দিচ্ছে গোয়া তৃণমূল৷
গোয়ায় মাত্র দু' মাসের মধ্যে নিজেদের রাজনৈতিক উপস্থিতি যথেষ্ট জোরালো করে ফেলেছে তৃণমূল কংগ্রেস৷ গোয়ায় ক্ষমতা দখলই লক্ষ্য তৃণমূল৷ কংগ্রেস ছেড়ে লুইজিনহো ফেলেইরো সহ বহু নেতাকর্মী তৃণমূলে যোগ দিয়েছেন৷ গোয়ার স্থানীয় দল এমজেপি-র সঙ্গে জোটও বেঁধে ফেলেছে তারা৷ ২০২৩ সাল গোয়ায় নির্বাচন৷ তার অনেক আগে থেকেই গোয়া দখলের লক্ষ্যে বড় প্রতিশ্রুতি দিয়ে রাখল তৃণমূল৷
advertisement
ইতিমধ্যেই একবার গোয়া সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ১৩ তারিখ ফের তাঁর গোয়ায় যাওয়ার কথা৷ মমতার এই সফরের সময়ই লক্ষ্মীর ভান্ডার সহ পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলিকে গোয়ার মানুষের সামনে তুলে ধরবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
TMC Announces Grihalaxmi Scheme in Goa: লক্ষ্মীর ভান্ডার মডেল গোয়াতেও! পাঁচশোর বদলে মাসে পাঁচ হাজার, প্রতিশ্রুতি তৃণমূলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement