Mamata Banerjee: গোয়া, মেঘালয় হয়ে দার্জিলিং- বছর শেষে ঠাসা সূচি মমতার

Last Updated:

গোয়া থেকে ফিরে একদিন কলকাতা পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে সময় দেবেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন (Mamata Banerjee Schedule)৷

বছরের শেষে ব্যস্ত সূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
বছরের শেষে ব্যস্ত সূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
#কলকাতা: লক্ষ্য জাতীয় স্তরে দলকে বিস্তৃত করা৷ সেই লক্ষ্যে বর্ষ শেষেও চূড়ান্ত ব্যস্ত সূচি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)৷ তৃণমূল সূত্রে খবর, কলকাতা পুরভোটের (KMC Elections 2021) মধ্যেই গোয়া, অসম, মেঘালয়ে যাবেন তৃণমূলনেত্রী৷ একই সঙ্গে বছরের শেষ সপ্তাহে দার্জিলিংয়েও যাওয়ার কথা রয়েছে তাঁর৷
এখনও পর্যন্ত যা সূচি, তাতে আগামী ১৩ ডিসেম্বর গোয়া যাবেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee Goa Trip)৷ গোয়ায় তৃণমূল সংগঠন বিস্তার করার পর এই নিয়ে দ্বিতীয় বার সেই রাজ্যে যাচ্ছেন মমতা৷ তৃণমূলের এক শীর্ষ নেতার কথায়, এ বারের সফরেও গোয়ার আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে গোয়ায় তৃণমূলকে ক্ষমতায় আনলে কোন কোন কাজের উপরে জোর দেওয়া হবে, তাও মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবেন তিনি৷ গোয়ায় সুশাসন প্রতিষ্ঠা করাই যে তৃণমূলের উদ্দেশ্য, পশ্চিমবঙ্গের উদাহরণ দিয়ে তাও বোঝানোর চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
advertisement
গোয়া থেকে ফিরে একদিন কলকাতা পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারে সময় দেবেন মুখ্যমন্ত্রী৷ আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভা নির্বাচন৷ তবে বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর পুরভোট নিয়ে অনেকটাই নিশ্চিন্ত তৃণমূল শীর্ষ নেতৃত্ব৷
ত্রিপুরার সঙ্গেই গোটা উত্তর পূর্ব ভারতকেও পাখির চোখ করেছে তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল সূত্রে খবর, ২০ ডিসেম্বর অসম গিয়ে গুয়াহাটির কামাখ্যা মন্দিরে পুজো দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই শিলং পৌঁছে মেঘালয়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া নেতাদের সঙ্গে দেখা করবেন তিনি৷ প্রসঙ্গত, কয়েকদিন আগেই মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সহ বারো জন কংগ্রেস বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন৷ মেঘালয়ে এখন প্রধান বিরোধী দলও তৃণমূল৷ তাই মেঘালয়ে দলের সংগঠন বিস্তারে সাহায্য করতেই সেখানে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
ত্রিপুরার মতো মেঘালয়েও দেড় বছরের মাথায় বিধানসভা নির্বাচন রয়েছে৷ ফলে এই রাজ্যগুলিতে তৃণমূলনেত্রী আরও ঘন ঘন যাতায়াত করবেন বলেই ধারণা রাজনৈতিক মহলের৷
মেঘালয় থেকে ফেরার পর আগামী ২৭ ডিসেম্বর দার্জিলিং পৌঁছনোর কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আগামী বছর দার্জিলিংয়ে জিটিএ নির্বাচন রয়েছে৷ তার আগে পাহাড়বাসীর সমর্থন আদায়ও তৃণমূলের কাছে গুরুত্বপূর্ণ৷ কারণ অতীতে অনেক চেষ্টা করেও পাহাড়ে সংগঠন মজবুত করতে পারেনি শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: গোয়া, মেঘালয় হয়ে দার্জিলিং- বছর শেষে ঠাসা সূচি মমতার
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement