Mahua Moitra News: সাংসদ পদ খারিজ প্রায় নিশ্চিত, 'বড়' দিনে মহুয়া মৈত্র যা বললেন, চমকে উঠল সকলে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Mahua Moitra News : লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ''আমাদের দাবি, মহুয়াকে বলতে দিতে হবে। অন্য দলের নেতাদের বলতে দিতে হবে।''
নয়াদিল্লি: আজ, শুক্রবার দুপুর বারোটায় লোকসভায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট পেশ করা হবে৷ ওই রিপোর্টে ইতিমধ্যেই কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে লোকসভা থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে৷ ফলে, আজই মহুয়ার সাংসদ পদ বাতিলের সম্ভাবনা প্রবল৷ বিরোধী ইন্ডিয়া জোট এই সুপারিশের বিরোধিতা করলেও এখনও মহুয়াকে নিয়ে নমনীয় মনোভাব দেখায়নি কেন্দ্রের শাসক দল বিজেপি৷ ফলে সংখ্যাগরিষ্ঠতার জেরেই মহুয়া মৈত্র সাংসদ পদ হারাতে চলেছেন, তা ধরেই নেওয়া যায়৷ যদিও শুক্রবার সংসদে ঢোকার মুখে যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবেই মহুয়া মৈত্র বলেন, ”দেখব কী হয়, মা দুর্গা এসে গিয়েছে, দেখা যাক।” সামান্য প্রতিক্রিয়া দিয়েই অবশ্য এগিয়ে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ।
যদিও বিরোধিতার পথেই রয়েছে তৃণমূল। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমাদের দাবি, মহুয়াকে বলতে দিতে হবে। অন্য দলের নেতাদের বলতে দিতে হবে। এছাড়া মহুয়া ইস্যুতে গান্ধি মূর্তির পাদদেশে বিক্ষোভ ধরনা সত্যাগ্রহ হবে।” তবে ভোটাভুটির পথে যাওয়া নিয়ে বিরোধী শিবিরে দ্বিমত রয়েছে। কারণ বিজেপির সংখ্যা অনেক বেশি।
VIDEO | “We will see,” says TMC MP @MahuaMoitra on the ethics panel report in the ‘cash for query’ case which is to be placed in Lok Sabha today. pic.twitter.com/z19FhzxtbW
— Press Trust of India (@PTI_News) December 8, 2023
advertisement
advertisement
প্রসঙ্গত, গতকালই তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জানিয়েছিলেন, আজই মহুয়া মৈত্রের বিরুদ্ধে ওঠা ঘুষের বিনিময়ে প্রশ্নের অভিযোগ কাণ্ডে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হবে৷ রিপোর্ট পেশ করবেন বিজেপি সাংসদ বিনোদ কুমার সোনকার এবং অপরাজিতা সারেঙ্গি৷ রিপোর্ট পেশ হওয়ার আধ ঘণ্টার মধ্যে তিনি বিষয়টির নিষ্পত্তি করতে চান বলেও সুদীপকে জানিয়েছেন লোকসভার অধ্যক্ষ৷ যদিও কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, ”নতুন সংসদে নতুন কলঙ্কের অধ্যায় শুরু হতে যাচ্ছে। মহুয়া এমন কিছু করেননি যে তাঁকে বরখাস্ত করতে হবে। তাঁকে সতর্ক করা যেত, তাঁর আচরণের নিন্দা করা যেত, কিন্তু বহিষ্কার করার মতো কিছু নেই।”
advertisement
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে বিরোধীদের বক্তব্য পেশ করার জন্য পর্যাপ্ত সময় চাওয়া হয়েছে৷ মহুয়া মৈত্র যাতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, সেই দাবিও জানিয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা৷ তবে একটি বিষয় নিশ্চিত, মহুয়া মিত্রের বহিষ্কার প্রক্রিয়াকে কেন্দ্র করে আজ ফের উত্তাল হবে লোকসভা৷
advertisement
ইতিমধ্যেই আজ দলের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে বিজেপি৷ সরকারের প্রস্তাবগুলিকে পাস করানোর দলীয় সাংসদদের সমর্থন নিশ্চিত করতেই এই নির্দেশ দিয়েছে কেন্দ্রের শাসক দল৷ এর মধ্যে অন্যতম অবশ্যই মহুয়া মৈত্রের বহিষ্কারের সুপারিশ করে আনা সরকারের পক্ষের প্রস্তাব৷ ঘুষের বিনিময়ে প্রশ্ন কাণ্ডের অভিযোগের তদন্তে নেমে মহুয়া মৈত্রকে দোষী সাব্যস্ত করেছে লোকসভার এথিক্স কমিটি৷ মহুয়ার বিরুদ্ধে দামি উপহার নিয়ে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে৷ মহুয়া অবশ্য প্রথম থেকেই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করার পাল্টা অভিযোগ এনেছেন৷
advertisement
গত ৪ ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনই মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার কথা ছিল৷ যদিও শেষ মুহূর্তে সেই প্রক্রিয়া পিছিয়ে যায়৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2023 11:39 AM IST