Maharashtra new CM: একনাথ শিন্ডে না অন্য কেউ? মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রী কে, বাণিজ্য নগরীতে চড়ছে পারদ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি ২৩০টি আসন দখল করেছে৷
মুম্বাই: এবার কি আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ার পাবেন একনাথ শিন্ডে? নাকি মুম্বাইয়ের মসনদে বসবেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ? মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটির বিপুল জয়ের পর আপাতত এই প্রশ্নের উত্তরকে ঘিরেই রাজনৈতিক মহল থেকে আমজনতার যাবতীয় কৌতূহল৷
শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরে সরকারকে ফেলে দেওয়ার বিনিময়ে মুখ্যমন্ত্রীর চেয়ার পেয়েছিলেন একনাথ শিন্ডে৷ কিন্তু এবার ছবিটা বদলে গিয়েছে৷ ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি একাই ১৩২টি আসনে জয় পেয়েছে৷ একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা তার অর্ধেকও কম৷ ৫৭ আসনেই থেমেছে তারা৷ মুম্বাইয়ে জোর জল্পনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশের ফেরার সম্ভাবনা প্রবল৷ যদিও ফড়ণবীশ নিজে দাবি করেছেন, জোটের তিন শরিক দলের নেতারা একসঙ্গে বসে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন৷ একই দাবি করেছেন একনাথ শিন্ডেও৷ যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদকে ঘিরে ইতিমধ্যেই জোটের অন্দরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে৷
advertisement
আরও পড়ুন: রাতের দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা! পুলিশ কনস্টেবলকে কুপিয়ে খুন, পাল্টা এনকাউন্টারে মৃত ১, ধৃত ২
advertisement
এরই মধ্যে গতকাল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই দেবেন্দ্র ফড়ণবীশের মা সরিতা ফড়ণবীশ দাবি করেছেন, তাঁর ছেলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের পাত্র৷ বিজেপি-র সবাইও তাঁর ছেলেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান৷
advertisement
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি ২৩০টি আসন দখল করেছে৷ বিপক্ষ শিবিরের কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের জোট পেয়েছে মাত্র ৫৭টি আসন৷ গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা৷ ফলে শিন্ডেকে এবার বিজেপি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2024 11:35 AM IST