Maharashtra new CM: একনাথ শিন্ডে না অন্য কেউ? মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রী কে, বাণিজ্য নগরীতে চড়ছে পারদ

Last Updated:

২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি ২৩০টি আসন দখল করেছে৷

মুখ্যমন্ত্রীর চেয়ার পাবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
মুখ্যমন্ত্রীর চেয়ার পাবেন একনাথ শিন্ডে? ছবি- পিটিআই
মুম্বাই: এবার কি আর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর চেয়ার পাবেন একনাথ শিন্ডে? নাকি মুম্বাইয়ের মসনদে বসবেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীশ? মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটির বিপুল জয়ের পর আপাতত এই প্রশ্নের উত্তরকে ঘিরেই রাজনৈতিক মহল থেকে আমজনতার যাবতীয় কৌতূহল৷
শিবসেনায় ভাঙন ধরিয়ে উদ্ধব ঠাকরে সরকারকে ফেলে দেওয়ার বিনিময়ে মুখ্যমন্ত্রীর চেয়ার পেয়েছিলেন একনাথ শিন্ডে৷ কিন্তু এবার ছবিটা বদলে গিয়েছে৷ ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি একাই ১৩২টি আসনে জয় পেয়েছে৷ একনাথ শিন্ডের শিবসেনার আসন সংখ্যা তার অর্ধেকও কম৷ ৫৭ আসনেই থেমেছে তারা৷ মুম্বাইয়ে জোর জল্পনা, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে দেবেন্দ্র ফড়ণবীশের ফেরার সম্ভাবনা প্রবল৷ যদিও ফড়ণবীশ নিজে দাবি করেছেন, জোটের তিন শরিক দলের নেতারা একসঙ্গে বসে মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন৷ একই দাবি করেছেন একনাথ শিন্ডেও৷ যদিও সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পদকে ঘিরে ইতিমধ্যেই জোটের অন্দরে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে৷
advertisement
advertisement
এরই মধ্যে গতকাল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরই দেবেন্দ্র ফড়ণবীশের মা সরিতা ফড়ণবীশ দাবি করেছেন, তাঁর ছেলে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের পাত্র৷ বিজেপি-র সবাইও তাঁর ছেলেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান৷
advertisement
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় বিজেপি-র নেতৃত্বাধীন মহাজুটি ২৩০টি আসন দখল করেছে৷ বিপক্ষ শিবিরের কংগ্রেস, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের জোট পেয়েছে মাত্র ৫৭টি আসন৷ গেরুয়া ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা৷ ফলে শিন্ডেকে এবার বিজেপি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra new CM: একনাথ শিন্ডে না অন্য কেউ? মহারাষ্ট্রে নতুন মুখ্যমন্ত্রী কে, বাণিজ্য নগরীতে চড়ছে পারদ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement