Police gifts new motorbike to Zomato delivery boy: সাইকেলে করে খাবার দিতেন ফুড ডেলিভারি বয়, নতুন বাইক কিনে দিলেন পুলিশকর্মীরা!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
থানার স্টেশন অফিসার এসএইচও তেহজিব কাজি জানিয়েছেন, নিজেরাই টাকা জোগাড় করে ওই ডেলিভারি বয়ের জন্য মোটরবাইক কেনা হয়েছে৷
#ইন্দোর: রোদ, জল উপেক্ষা করেই সাইকেলে প্যাডেল চেপে ছুটতে দেখা যায় ওদের৷ শহর, শহরতলিতে জোম্যাটো, সুইগি-র মতো সংস্থার ফুড ডেলিভারি বয়দের অনেকেই সাইকেলে চেপেই খাবার পৌঁছে দেওয়ার কাজ করেন৷ স্বভাবতই মোটরবাইকের তুলনায় সাইকেলে করে খাবার সরবরাহ করতে পরিশ্রমও বেশি৷
মধ্যপ্রদেশের ইন্দোরের বিজয়নগর থানা এলাকাতেও এভাবেই সাইকেল চালিয়ে খাবার সরবরাহ করতেন এক যুবক৷ এলাকায় নজরদারি চালানোর সময় বিজয়নগর থানার অফিসার এবং কর্মীদের নজরে পড়েন ওই ডেলিভারি বয়৷ এর পরই ওই যুবকের কষ্ট লাঘব করতে অভিনব উদ্যোগ নেন থানার পুলিশকর্মীরা৷ নিজেদের উদ্যোগেই ওই ডেলিভারি বয়কে একটি ঝা চকচকে নতুন মোটরবাইক কিনে দিলেন তাঁরা৷
advertisement
advertisement
থানার স্টেশন অফিসার এসএইচও তেহজিব কাজি জানিয়েছেন, নিজেরাই টাকা জোগাড় করে ওই ডেলিভারি বয়ের জন্য মোটরবাইক কেনা হয়েছে৷ প্রাথমিক ভাবে ৩২ হাজার টাকা জোগাড় করেন৷ প্রথম কিস্তির টাকাটিও দিয়ে দেবেন তাঁরা৷ ওই অফিসার জানিয়েছেন, এর পরের কিস্তির টাকা ওই ডেলিভারি বয়ই দিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন৷ তবে টাকা শোধ করতে গিয়ে কোনও সমস্যায় পড়লে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন থানার পুলিশকর্মীরা৷
advertisement
বাইক পেয়ে যারপরনাই খুশি ওই ডেলিভারি বয়ও৷ তাঁর কথায়, 'এতদিন সাইকেলে করে দিনে আট থেকে দশটার বেশি ডেলিভারি করতে পারতাম না৷ কিন্তু এখন মোটরবাইকে ১৫ থেকে ২০টি ডেলিভারিও করছি৷ রাতেও খাবার পৌঁছে দিচ্ছি৷'
advertisement
পুলিশের এই মানবিক রূপ দেখে মুগ্ধ সাধারণ মানুষও৷ একজন নেট ব্যবহারকারী লিখেছেন, 'বিশ্বাসই হচ্ছে না এখনও পুলিশের মধ্যে মানবিকতা বেঁচে আছে৷ এই পুলিশকর্মীরা গোটা দেশের কাছে রোল মডেল হতে পারেন৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 1:13 PM IST