Police officer rapes minor girl in Uttar Pradesh: থানায় গিয়েছিল গণধর্ষিতা কিশোরী, তাকেই ধর্ষণ করল উত্তর প্রদেশের পুলিশ অফিসার!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চার জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ সেই অভিযোগ জানাতে এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়েছিল নির্যাতিতা৷
#ললিতপুর: গণধর্ষণের অভিযোগ জানাতে থানায় গিয়েছিল ১৩ বছরের নাবালিকা৷ অভিযোগ, তাকে ফের ধর্ষণ করে এক পুলিশ অফিসার৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে উত্তর প্রদেশের ললিতপুরে৷
এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত স্টেশন হাউস অফিসার তিলকধারী সরোজ ঘটনার পর থেকেই পলাতক৷ তাকে সাসপেন্ডও করা হয়েছে৷ পুলিশেরই তিনটি দল অভিযুক্ত পুলিশ অফিসারের খোঁজে তল্লাশি শুরু করেছে৷
আরও পড়ুন: ফের উন্নাওয়ে হাড়হিম করা ঘটনা! চাকরির প্রথমদিনেই কী হল নার্সের সঙ্গে? শুনলে শিউরে উঠবেন!
advertisement
জানা গিয়েছে, চার জন মিলে ওই নাবালিকাকে গণধর্ষণ করে৷ সেই অভিযোগ জানাতে এক আত্মীয়কে নিয়ে থানায় গিয়েছিল নির্যাতিতা৷ জানা গিয়েছে, কোনও ভাবে প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে গত ২২ এপ্রিল ভোপালে নিয়ে যায় চার অভিযুক্ত৷ সেখানে চার দিন ধরে তাকে ধর্ষণ করে তারা৷ এর পরে উত্তর প্রদেশে ললিতপুরের গ্রামে এনে কিশোরীকে ফেলে যায় অভিযুক্তরা৷
advertisement
আরও পড়ুন: হাড়হিম করা ঘটনা! জীবনতলার খালে পাওয়া রক্তাক্ত মৃতদেহের রহস্য উদ্ধার হল অবশেষে, খুনি কে?
ঘটনার অভিযোগ জানাতে নিজের এক আত্মীয়াকে নিয়ে থানায় যায় কিশোরী৷ পরের দিন জবানবন্দি নেওয়ার নাম করে ওই কিশোরীকে থানায় ডেকে পাঠায় অভিযুক্ত পুলিশ অফিসার৷ এর পর থানার ভিতরেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ৷ ঘটনার সময় থানায় উপস্থিত ছিল কিশোরীর আত্মীয়াও৷ এফআইআর-এ অভিযুক্ত পুলিশ অফিসারের পাশাপাশি ওই আত্মীয়ার নামও রয়েছে৷
advertisement
ললিতপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ষণ ছাড়াও অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে৷ ললিতপুরের পুলিশ সুপার নিখিল পাঠক জানিয়েছেন, একটি এনজিও ওই নির্যািততাকে তাঁর অফিসে নিয়ে আসে৷ এর পরই অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2022 10:46 AM IST