Karnataka Murder: হাড়হিম করা ঘটনা! জীবনতলার খালে পাওয়া রক্তাক্ত মৃতদেহের রহস্য উদ্ধার হল অবশেষে, খুনি কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Karnataka Murder: অবশেষে গত ২৪ এপ্রিল, কর্নাটকের মৌদ্য জেলার হলাগুরু থানায় গ্রেফতার হয় ফেরার মাহাত আলি৷
প্রকৃত খুনী গ্রেফতার। জীবনতলার খালে পাওয়া রক্তাক্ত মৃতদেহের রহস্য উদ্ধার হল অবশেষে। কর্নাটক থেকে গ্রেফতার হল প্রকৃত দোষী।
গত ২২ শে ফেব্রুয়ারি, ২০২২ তারিখে জীবনতলা থানার অন্তর্গত ঝোড়রমোর অঞ্চলে একটি খালে রেজাউল সর্দারের রক্তাক্ত মৃতদেহ পাওয়া যায়। তদন্তে নেমে পুলিশ একের পর এক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু রহস্যের কিনারা হচ্ছিল না৷ প্রথমে কোনও সূত্র পাওয়া না গেলেও হাল ছাড়েনি তদন্তকারী পুলিশ টিম। অবশেষে গোপনে খবর মেলে এই থানারই অন্তর্গত ৬ নম্বর ইশ্বরীপুরের বাসিন্দা মাহাত আলি সর্দার নামক এক ব্যক্তির সম্পর্কে। চলতে থাকে খোঁজ।
advertisement
advertisement
অবশেষে গত ২৪ এপ্রিল, কর্নাটকের মৌদ্য জেলার হলাগুরু থানায় গ্রেফতার হয় ফেরার মাহাত আলি৷ কর্ণাটকের মালাভাল্লী কোর্টে পেশ করে ট্রানজিট রিমান্ডে ফিরিয়ে আনা হয় তাঁকে বারুইপুরে। ইতিমধ্যেই ব্যাক্তিগত আক্রোশ এর জেরে খুনের কথা স্বীকার করেছে সে। পুলিশ রিমান্ডে নিয়ে বিস্তারিত ভাবে জিজ্ঞাসাবাদ চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 30, 2022 7:45 PM IST