Arjun Singh summoned to Delhi: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল

Last Updated:
দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
দিল্লিতে তলব অর্জুন সিংকে৷
#কলকাতা: কেন্দ্রীয় সরকারের পাট নীতির বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং৷ তার পরই নড়েচড়ে বসল বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ সূত্রের খবর, আজই দিল্লিতে অর্জুন সিংকে তলব করা হয়েছে৷ ব্যারাকপুরের সাংসদকে ফোন করেছিলেন খোদ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ বিজেপি শীর্ষ নেতৃত্বও অর্জুনের অবস্থান জানতে চাইতে পারে বলে খবর৷ আজ বিকেলের বিমানেই দিল্লি যাচ্ছেন অর্জুন৷
গত বেশ কিছু দিন ধরে কেন্দ্রীয় সরকারের পাট নীতি নিয়ে সরব হয়েছিলেন অর্জুন সিং৷ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়ালের কড়া সমালোচনাও শোনা গিয়েছিল তাঁর গলায়৷ এমন কি, এই ইস্যুতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে নামতেও তৈরি বলে দাবি করেছিলেন অর্জুন৷ দলীয় সাংসদের এই অবস্থানে স্বভাবতই অস্বস্তিতে পড়ে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইস্যুতে চিঠি দেন অর্জুন৷ একই সঙ্গে ওড়িশা, অসম এবং বিহােরর মুখ্যমন্ত্রীকেও চিঠি দেন তিনি৷ কারণ এই সমস্ত রাজ্যেই পাট চাষ এবং পাট শিল্পের সঙ্গে জড়িয়ে রয়েছে৷
advertisement
এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ, অর্জুন সিং-ই অভিযোগ করেছিলেন পাট শিল্পের সমস্যা নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও তাঁর সঙ্গে দেখা করছেন না কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযূষ গয়াল৷ সেই কেন্দ্রীয় মন্ত্রীই এ দিন ফোন করে অর্জুনকে নিজের বাড়িতে নৈশভোজে ডেকে সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন বলে খবর৷
advertisement
advertisement
অর্জুন সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিতে সিঁদুরে মেঘ দেখে বিজেপি নেতৃত্ব৷ সূ্ত্রের খবর, এ দিন সকালেই পীযূষ গয়াল নিজেই অর্জুন সিং-কে ফোন করেন৷ রাত দশটায় অর্জুনের সঙ্গে দেখা করতে চান তিনি৷ রাত দশটায় অর্জুন দেখা করতে পারবেন কি না, জানতে চান বস্ত্রমন্ত্রী৷ অর্জুন সম্মতি দিতেই তাঁকে দিল্লিতে যেতে বলেন পীযূষ গয়াল৷
advertisement
অর্জুন সিং-এর অভিযোগ ছিল, কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে৷ এর ফলে আর্থিক লোকসান হচ্ছে পাট চাষিদের৷ এ রকম চললে জুট মিলগুলিও কাঁচা পাট পাবে না বলে অভিযোগ করেন ব্যারাকপুরের সাংসদ৷ তাঁর সাংসদ এলাকায় যেহেতু প্রচুর জুট মিল রয়েছে, তাই বিষয়টি নিয়ে আরও সরব হন বিজেপি সাংসদ৷
advertisement
অর্জুনকে দিল্লিতে ডেকে তাঁর মানভঞ্জনের পাশাপাশি ব্যারাকপুরের সাংসদের রাজনৈতিক অবস্থানো বিজেপি শীর্ষ নেতৃত্ব বুঝে নিতে চাইছেন বলেই মত রাজনৈতিক মহলের৷
Arup Dutta
Sourajyoti Banerjee
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Arjun Singh summoned to Delhi: মমতাকে চিঠি দিতেই দিল্লিতে ডাক পড়ল অর্জুনের! বাড়িতে নৈশভোজে ডাকলেন পীযূষ গয়াল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement