Colonel Sophia Qureshi: কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য! মধ্যপ্রদেশের বিজেপির মন্ত্রীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ হাই কোর্টের
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Colonel Sophia Qureshi: মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাই কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে FIR দায়ের করার নির্দেশ দিয়েছে, কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য এমনিতেই তিনি শিরোনামে রয়েছেন।
ভোপাল: মধ্যপ্রদেশের মন্ত্রী কুনওয়ার বিজয় শাহের বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাই কোর্ট স্বতঃপ্রণোদিত ভাবে FIR দায়ের করার নির্দেশ দিয়েছে, কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য এমনিতেই তিনি শিরোনামে রয়েছেন।
মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতি জিতু পাটওয়ারি অভিযুক্ত মন্ত্রীর বিরুদ্ধে FIR দায়ের করেন। তিনি সাংবাদিকদের বলেন, “মধ্যপ্রদেশের একজন মন্ত্রী দেশের একজন সৈনিককে এবং আমাদের বোনদের অপমান করেছেন। BJP এ বিষয়ে চুপ কেন?”
advertisement
কংগ্রেস অভিযুক্ত মধ্যপ্রদেশের মন্ত্রীকে অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছে। কংগ্রেসের শেয়ার করা ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে শাহ বলছেন, “যারা আমাদের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল… আমরা তাদের বোনকে পাঠিয়ে তাদের শিক্ষা দিয়েছি।” (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা)
advertisement
এখানেই না থেমে বিজেপির ওই মন্ত্রী আরও বলেন, “তারা হিন্দুদের উলঙ্গ করে হত্যা করেছিল, এবং মোদিজি তাদের বোনকে পাঠিয়ে প্রতিশোধ নিয়েছিলেন। যেহেতু মোদিজি তাদের কাপড় খুলতে পারেননি, তিনি তাদের সম্প্রদায়ের এক বোনকে পাঠিয়ে বার্তা দিয়েছিলেন যে আপনি যদি আমাদের সম্প্রদায়ের বোনদের বিধবা করেন, তাহলে আপনার সম্প্রদায়ের একজন বোন আপনাকে উলঙ্গ করবে।”
advertisement
জাতীয় মহিলা কমিশন কর্নেল সোফিয়া কুরেশি সম্পর্কে করা আপত্তিকর মন্তব্যের তীব্র নিন্দা করেছে, কারও নাম না করেই নারীদের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে। “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে কিছু দায়িত্বশীল ব্যক্তি নারীদের প্রতি আপত্তিকর মন্তব্য করছেন। এই ধরনের মন্তব্য শুধু সমাজের নারীদের মর্যাদাকেই আঘাত করে না, বরং দেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের কন্যাদেরও অপমান করে,” NCW চেয়ারপার্সন বিজয়া রাহাতকর X-এ বলেছেন। তিনি আরও লেখেন, “কর্নেল সোফিয়া কুরেশি এই জাতির গর্বিত কন্যা, সমস্ত দেশপ্রেমিক ভারতীয়দের বোন, যিনি সাহস এবং নিষ্ঠার সাথে দেশকে সেবা করেছেন,” তিনি যোগ করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 7:21 PM IST








