Madhya Pradesh Election Result 2018: কৃষক আন্দোলন থেকে আমলাতন্ত্র, বিজেপির ভিত্তি ভাঙনের মূল কারণ
Last Updated:
#রায়পুর: সকাল থেকেই জমে উঠেছে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের লড়াই । হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখনও পর্যন্ত যদিও ব্যবধান খুব একটা বেশি নয়। তবে মনে করা হচ্ছে বেশ কয়েকটি কারণেই খানিকটা হলেও টালমাটাল গেরুয়া বাহিনী।
নির্বাচনের আগে থেকেই নির্বাচনের টিকিট না পাওয়া ঘিরে বিজেপির অন্দরেই ক্ষোভের সূত্রপাত হয়েছে । এছাড়া সুপ্রিম কোর্টে SC/ST আইন পাশ হওয়ার পরেই শহরাঞ্চলের বিজেপি সমর্থকদের একটি বড় অংশই অসন্তোষ প্রকাশ করেছে। ফলে মনে করা হচ্ছে বিজেপি লয়ালিস্ট গোষ্ঠীর মধ্যেই বড়সড় ভাঙন ধরেছিল ।
রাজনৈতিক মহলের মতে মন্দাসুরে ক্ষুদ্র ও মাঝারি কৃষিজীবিদের আন্দোলনকে ট্রাম্প কার্ড করেছে কংগ্রেস। বিজেপি বিধায়ক ও আমলাদের কাজ নিয়েও খুশি ছিলেন না স্থানীয়রা। এর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শ্রেণীর ব্যবসায়ীরাও চৌহান সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন।
advertisement
advertisement
তবে কংগ্রেস এগিয়ে থাকলেও নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই । কারণ পূর্বতন দ্বিগ্বীজয় সরকারের ব্যর্থতা, সর্বস্তরের মানুষের সঙ্গে যোগসূত্র না থাকা ও যোগ্য নেতৃত্বের অভাব-এই সবকটি বিষয়ই কংগ্রেসের বিরুদ্ধে কাজ করতে পারে । তবে তিন রাজ্যে জয় নিশ্চিত করার পর, মধ্যপ্রদেশের ছবি আরও একবার প্রতিষ্ঠানবিরোধী ভোটের প্রবণতাকেই স্পষ্ট করছে |
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 11, 2018 11:17 AM IST