Lightning Strike: ওড়িশায় ভয়ঙ্কর ঘটনা! বজ্রপাতে মৃত ৯! আশঙ্কা কাটছে না এখনই
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার প্রবল ব্জ্রপাতের ফলে ময়ূরভঞ্জ থেকে দুজন, বালাসোর থেকে দুজন এবং ভদ্রক জেলা থেকে দুজন মোট ছয় জন এবং কেওনঝড়, ধেনকেনাল এবং গঞ্জাম এলাকা থেকে এক জন করে মোট তিন জন সব মিলিয়ে মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
ভুবনেশ্বর: ঝড়-বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত পড়শি রাজ্য ওড়িশায়। শনিবার, ইতিমধ্যেই ব্জ্রপাতে ৯ জন মারা গিয়েছেন, আহত হয়েছেন ১২ জন। এই বিপর্যয়ের মধ্যে পদক্ষেপ করেছে স্থানীয় প্রশাসন। এলাকার মানুষদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে ওড়িশা সরকার।
মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার প্রবল ব্জ্রপাতের ফলে ময়ূরভঞ্জ থেকে দুজন, বালাসোর থেকে দুজন এবং ভদ্রক জেলা থেকে দুজন মোট ছয় জন এবং কেওনঝড়, ধেনকেনাল এবং গঞ্জাম এলাকা থেকে এক জন করে মোট তিন জন সব মিলিয়ে মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
advertisement
advertisement
ইতিমধ্যেই এই প্রাকৃতিক দুর্যোগে মৃতদের প্রতি শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথাও ঘোষণা করেছেন তিনি। এছাড়াও আহতদের সরকারের তরফ থেকে চিকিৎসার কথাও জানান।
সূত্রের খবর, বরাগড় জেলার মুনুপল্লি গ্রামের বারপালি ব্লকে মাঠে কাজ করার সময় ব্জ্রপাতে মোট ১২ জন জখম হন। তাঁদের মধ্যে চার জন্যের অবস্থা মারাত্মক বলে জানানো হয়। প্রত্যেকেই হাসপাতালেই ভর্তি করানো হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 18, 2024 3:40 PM IST