Lakshmi Bhander: মমতার লক্ষ্মীর ভাণ্ডারের ঢঙে তেলেঙ্গানায় কংগ্রেসের বাজি মহালক্ষ্মী প্রকল্প, অ্যাকাউন্টে ঢুকবে ২৫০০ টাকা
- Published by:Debalina Datta
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
রবিবার হায়দরাবাদ থেকে তেলেঙ্গানায় যায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই মঞ্চে সনিয়া গান্ধির উপস্থিতিতেই ঘোষণা হয় ছ'টি গ্যারান্টি পত্র। যার অন্যতম হল এই মহালক্ষ্মী প্রকল্প।
নয়াদিল্লি: মমতার প্রকল্প এবার সনিয়ার ঘোষণায়৷ বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের আদলে ‘মহালক্ষ্মী’ প্রকল্প এবার ভোটমুখী তেলেঙ্গানায় ঘোষণা করল কংগ্রেস। প্রসঙ্গত রবিবার হায়দরাবাদ থেকে তেলেঙ্গানায় যায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আর সেখানেই মঞ্চে সনিয়া গান্ধীর উপস্থিতিতেই ঘোষণা হয় ছ’টি গ্যারান্টি পত্র।
যার অন্যতম হল এই মহালক্ষ্মী প্রকল্প। যেখানে প্রতিমাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে ২৫০০ করে টাকা। এর সঙ্গে সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। গ্যাস সিলিন্ডারের মূল্য ৫০০ টাকার ঘোষণা রয়েছে৷ তবে রাজনৈতিক মহলে সকলের নজর আটকে আছে সেই মহালক্ষ্মীর দিকেই৷ কারণ INDIA তে থাকে দুই সঙ্গী রাজ্যে একাধিক ইস্যুতে পারস্পরিক বিরোধিতা করে বেড়ালেও, জাতীয় প্রেক্ষাপটে লড়াই করতে নেমে প্রকল্পের ‘কপি’ করছে৷
advertisement
advertisement
নিউজ ১৮ বাংলা গত শুক্রবার জানিয়েছিল INDIA প্রচারের আলোয় নিয়ে আসতে চায় ক্ষমতাসীন রাজ্যে থাকা তাদের সফল প্রকল্পগুলোকে৷ যার মধ্যে একেবারে প্রথম সারিতে উঠে এসেছে বাংলার লক্ষ্মীর ভান্ডার। ইতিমধ্যেই কংগ্রেস শাসিত কর্ণাটকে চালু হয়েছে এই প্রকল্প। গত শুক্রবার তামিলনাড়ুতে এই প্রকল্প চালু করেছেন এম কে স্ট্যালিন। এবার সেই লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়ে বসলেন খোদ সনিয়া গান্ধী। ইতিমধ্যেই এই বিষয়ে ট্যুইট করে কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল জানিয়েছেন, সনিয়া গান্ধির উপহার তেলেঙ্গানার মানুষকে। তবে রাজনৈতিক মহলের মতে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের চাহিদা বাড়বে সমাজে। সামাজিক এই স্কিমের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে মহিলাদের মধ্যে৷ বাংলায় এই প্রকল্প সফল হয়েছে৷
advertisement
তৃণমূল কংগ্রেস অবশ্য নির্বাচনী লড়াইয়ে গিয়ে গোয়া এবং মেঘালয়ে এই প্রকল্পের ব্যাপারে ঘোষণা করেছিল। তবে এই দুই রাজ্যে ভোটের ফল ততটা সাড়া ফেলতে পারেনি তৃণমূল কংগ্রেসের হয়ে৷ তবে রাজনৈতিক মহলের মতে যে ভাবে লোকসভা ভোটের আগে রাজনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে তার সবচেয়ে বড় অ্যাসিড টেস্ট হতে চলেছে আগামী ৫ রাজ্যের ভোটে৷ আর তাই সফল প্রকল্প নিয়ে সবাই ভোট প্রচারে নেমে পড়েছে।
advertisement
অপর একটি মহলের মতে, দক্ষিণের রাজ্যগুলিতে মহিলাদের ভোট একটা ফ্যাক্টর৷ এখন থেকে মহিলাদের পাশে আছি এই বার্তা দিতে পারলে তা লোকসভাতেও কার্যকরী থাকবে৷ কারণ বিজেপি নারী ক্ষমতায়নের প্রচার চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় লক্ষ্মী নামেই ভরসা রাখছে বিজেপি বিরোধী জোট সঙ্গীরা। তাই বাংলার বিধানসভা ভোটের আগে বা পরে কংগ্রেস লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নানা রাজনৈতিক আক্রমণ শানিয়ে গেলেও, তেলেঙ্গানার মহালক্ষ্মীর প্রচার সারলেন রাহুল গান্ধী থেকে সনিয়া গান্ধী সকলেই।
advertisement
Abir Ghosal
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2023 12:38 PM IST