Kolkata Police: মদ্য়পান করেও চালানো যাবে গাড়ি, হবে না জরিমানা- হেনস্থা! নতুন ভাবনা কলকাতা পুলিশের, জানালেন নগরপাল

Last Updated:

যদিও কেউ মাত্রাতিরিক্ত মদ্য়পান করে চালকের আসনে বসলে, সেক্ষেত্রে আইন মেনেই পুলিশ ব্য়বস্থা নেবে।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#কলকাতা: মদ্য়পান করে সংযত অবস্থাতেও গাড়ি চালালে পুলিশি হেনস্থার মুখে পড়তে হচ্ছে। এমন অভিযোগ বহু দিনেরই। এবার সেই সমস্ত সুরাপ্রেমীদের জন্য় সুসংবাদ দিল কলকাতা পুলিশ। কলকাতার নগরপাল নিজেই জানিয়ে দিলেন, অদূর ভবিষ্য়তে মদ্য়পান করেও গাড়ি চালানো যাবে। তবে সংশ্লিষ্ট ব্য়ক্তির নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন কি না, তা অবশ্য়ই খতিয়ে দেখা হবে।
এ দিন একটি বণিকসভার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কলকাতার নগরপাল বিনিত গোয়েল। সেখানেই তিনি জানান, সরকার স্বীকৃত পানশালাগুলি থেকে কেউ মদ্য়পান করে বেরোলে তার প্রমাণ স্বরূপ একটি লিখিত বয়ান দেওয়া হবে। এর পর পানশালা থেকে মদ্য়পান করে বেরোলেও পুলিশের নাকা চেকিংয়ে কেউ ধরা পড়লে, তাঁকে আর পুলিশি হেনস্থার মুখে পড়তে হবে না বলেই আশ্বস্ত করেছেন নগরপাল।
advertisement
যদিও কেউ মাত্রাতিরিক্ত মদ্য়পান করে চালকের আসনে বসলে, সেক্ষেত্রে আইন মেনেই পুলিশ ব্য়বস্থা নেবে। এক্ষেত্রে ব্রেথ অ্য়ানালাইজারের সাহায্য় নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্য়ক্তির নিজের উপরে নিয়ন্ত্রণ আছে কি না, তাও খতিয়ে দেখবেন পুলিশকর্মীরা।
advertisement
advertisement
পুলিশি হেনস্থার ভয়েই শহরের পানশালাগুলিতে গ্রাহক সংখ্য়া কমছিল বলে অভিযোগ। কারণ মদ্য়পান করে অনেকেই নিজে দু' চাকা বা চার চাকার বাহন চালিয়ে ফেরেন। রাতের দিকে পুলিশের নাকা চেকিংয়ে পড়লেই তাঁদের সমস্য়ার মুখে পড়তে হয়। এই হয়রানির ভয়েই বহু ক্রেতা পানশালামুখী হচ্ছিলেন না বলে অভিযোগ ছিল পানশালা কর্তৃপক্ষগুলির।
যদিও এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। নগরপাল জানিয়েছেন, পানশালা কর্তৃপক্ষগুলির সঙ্গে কথা বলে নতুন এই নিয়মের সবদিক চূড়ান্ত করা হবে। পানশালা কর্তৃপক্ষকেও নির্দিষ্ট কিছু দায়িচত্ব মানতে হবে। তবে কতদিনের মধ্য়ে এই নিয়ম চালু হবে সে বিষয়ে কিছু বলেননি নগরপাল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kolkata Police: মদ্য়পান করেও চালানো যাবে গাড়ি, হবে না জরিমানা- হেনস্থা! নতুন ভাবনা কলকাতা পুলিশের, জানালেন নগরপাল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement