Union Budget 2022-23: থাকুন ওয়াকিবহল, এক নজরে দেখে নিন আসন্ন বাজেটের দিন এবং সময়ের পঞ্জি!
- Published by:Debamoy Ghosh
Last Updated:
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য এবারের ইউনিয়ন বাজেট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
#নয়াদিল্লি: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) প্রভাবের মধ্যে ভারতের সকলের নজর রয়েছে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এর দিকে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সংসদে পেশ করবেন কেন্দ্রীয় বাজেট ২০২২-২৩ (Union Budget 2022-23)।
নরেন্দ্র মোদি সরকারের হয়ে ইউনিয়ন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবার নিয়ে ৪ বারের জন্য ইউনিয়ন বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের জন্য এবারের ইউনিয়ন বাজেট বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।
advertisement
advertisement
ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এর সময় এবং তারিখ -
ফেব্রুয়ারি মাসের ১ তারিখে পেশ করা হতে চলেছে বাজেট ২০২২-২৩। মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে সকাল ১১টায় পেশ করতে চলেছেন বাজেট ২০২২-২৩। সাধারণত বাজেট পেশের সময় হয় ৯০ মিনিট থেকে ১২০ মিনিট। আগের বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাঁর বাজেট বক্তৃতায় সময় নিয়েছিলেন প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট। যা ভারতের স্বাধীনতার ইতিহাসে সবথেকে বেশি সময়ের বাজেট বক্তৃতা।
advertisement
ইউনিয়ন বাজেট ২০২২-২৩ সম্প্রচারিত হবে -
ইউনিয়ন বাজেট ২০২২-২৩ সম্প্রচারিত হবে সরাসরি লোকসভা টিভিতে। সেখান থেকেই বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক (Facebook), ট্যুইটার (Twitter), ইন্সটাগ্রাম (Instagram) ইত্যাদি চ্যানেলে দেখা যাবে ইউনিয়ন বাজেট ২০২২-২৩। ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এর লাইভ সম্প্রচার বিভিন্ন ধরনের টেলিভিশন নিউজ চ্যানেলেও দেখা যাবে।
advertisement
ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এর ওপরে চাহিদা -
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের মধ্যেই পেশ করা হতে চলেছে ২০২২-২৩ অর্থবর্ষের বাজেট। এর ফলে আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩-এর উপরে অনেক চাহিদা রয়েছে। আসন্ন বাজেটে কেন্দ্রীয় সরকারের উচিত বিভিন্ন ধরনের ট্যাক্সের ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া। এর ফলে ভারতের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
আসন্ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের উচিত হেলথ কেয়ার সেক্টরের ওপরে বিশেষ গুরুত্ব দেওয়া। প্রথমেই কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের সকল মানুষকে করোনার দু'টি টিকা প্রদান করা। এ ছাড়াও হেলথ কেয়ার সেক্টরের উপরে বিশেষ গুরুত্ব দেওয়া দরকার আসন্ন বাজেটে।
আসন্ন বাজেট ২০২২-২৩-এ কেন্দ্রীয় সরকারের উচিত বেতনভুক কর্মীদের জন্য ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়িয়ে দেওয়া। সেকশন ৮০সি অনুযায়ী ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়িয়ে দিলে উপকৃত হবে ভারতের বহু মানুষ। বর্তমানে এর পরিমাণ হল ১.৫ লাখ টাকা, এটিকে আরও বাড়ানো দরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 27, 2022 7:48 PM IST