Kerala News: বাম শাসিত কেরলের নতুন রেকর্ড, ক্রিসমাসে মদ বিক্রির অঙ্কে ভিড়মি খাচ্ছেন অনেকে!

Last Updated:

Kerala News: কেরল স্টেট বেভারেজ কর্পোরেশন দ্বারা জারি করা পরিসংখ্যান অনুসারে, কেরালায় ক্রিসমাসের অনুষ্ঠানের সময় (২৪ এবং ২৫ ডিসেম্বর) ২১৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল৷

মদ বিক্রিতে রেকর্ড কেরলে
মদ বিক্রিতে রেকর্ড কেরলে
#কেরল: মদ বিক্রিতে নতুন রেকর্ড গড়ল বাম শাসিত কেরল (Kerala News)। বড়দিনের উৎসবে কেরলে প্রায় ২১৫ কোটি টাকার মদ বিক্রি হল৷ কেরল স্টেট বেভারেজ কর্পোরেশন (BEVCO) দ্বারা জারি করা পরিসংখ্যান অনুসারে, কেরালায় ক্রিসমাসের অনুষ্ঠানের সময় (২৪ এবং ২৫ ডিসেম্বর) ২১৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল৷
BEVCO-র পরিসংখ্যান অনুযায়ী, ক্রিসমাসের আগেই (২৪ ডিসেম্বর) BEVCO আউটলেটগুলিতে ৬৫.৮৮ কোটি টাকার মদ এবং বিয়ার বিক্রি হয়েছে কেরলে, যা গত বছরের তুলনায় ১০ কোটি টাকা বেশি, যেখানে কেরালা রাজ্য সমবায় গ্রাহক ফেডারেশন (কনজিউমারফেড) আউটলেটগুলি থেকে ১১.৫ টাকার মদ বিক্রি হয়েছে। এর পাশাপাশি, দেশি মদের কথা ধরলে বিক্রির পরিমাণ আরও অনেকটাই বেশি।
advertisement
advertisement
২০২০ সালের ক্রিসমাসের সময়ও বিপুল অঙ্কের মদ বিক্রি হয়েছিল কেরালা। তবে এই বছর সেই রেকর্ডও ছাপিয়ে গিয়েছে। এবার আরও দশ কোটি টাকার বেশি মদ বিক্রি হয়েছে দক্ষিণের ওই রাজ্যে। ওনাম উৎসব চলাকালীন কেরলে প্রায় ৭৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল। যা রীতিমতো আকাশছোঁয়া রেকর্ড।
advertisement
জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা অনুসারে, কেরলের গ্রামীণ অঞ্চলের ১৮.৭ শতাংশ পুরুষ এবং শহরাঞ্চলে ২১ শতাংশ পুরুষ মদ্যপান করেন। কেরলে পুরুষদের মধ্যে মদ্যপানের অভ্যাস দেশের গড় ১৮.৮ শতাংশের চেয়েও ১৯.৯ শতাংশ বেশি৷ সামগ্রিকভাবে, কেরল মদ্যপানে দেশের মধ্যে শীর্ষস্থানীয় একটি রাজ্য। একটি সমীক্ষায় জানা গিয়েছে কেরলের প্রায় ৩.৩৪ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখ মানুষই মদ্যপান করে থাকেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala News: বাম শাসিত কেরলের নতুন রেকর্ড, ক্রিসমাসে মদ বিক্রির অঙ্কে ভিড়মি খাচ্ছেন অনেকে!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement