Abhishek Banerjee: বড়দিনের উৎসবে বড় পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩ দিনের সফরের গুরুত্ব বিরাট

Last Updated:

Abhishek Banerjee: বিধানসভার ভোট যত এগিয়ে আসছে আরব সাগরের পাড়ের রাজ্যে, ততই গোয়ায় রাজনৈতিক ত‍ৎপরতা বাড়াচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গোয়া নিয়ে বিশেষ পদক্ষেপ অভিষেকের
গোয়া নিয়ে বিশেষ পদক্ষেপ অভিষেকের
#কলকাতা: বড়দিনের উৎসব ও সেই উপলক্ষ্যে ছুটির মরসুমের মধ্যেই ফের গোয়া সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Goa Visit)। মঙ্গলবার রাতেই গোয়া উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার সকাল থেকেই একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। এবারও গোয়ায় যোগদান কর্মসূচি রয়েছে অভিষেকের নেতৃত্বে। এছাড়া সেখানকার কর্মী-সমর্থকদেরও ভোকাল টনিক দেবেন তৃণমূল সাংসদ।
বিধানসভার ভোট যত এগিয়ে আসছে আরব সাগরের পাড়ের রাজ্যে, ততই গোয়ায় রাজনৈতিক ত‍ৎপরতা বাড়াচ্ছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আর সেই ত‍ৎপরতার অঙ্গ হিসেবেই এবার ফের তিনদিনের সফরে ফের গোয়ায় গেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আজ দলের স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতেও যোগ দেবেন তিনি। ৩০ তারিখ ফিরবেন কলকাতায়।
advertisement
advertisement
জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতার লক্ষ্যেই বার বার পশ্চিমের গোয়ায় পা রাখছে তৃণমূল। বড়দিনে যিশু উৎসবকেও সেক্ষেত্রে জনসংযোগে কাজে লাগাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। আগামী বছরের শুরুতেই গোয়াতে বিধানসভা নির্বাচন। তাই এই মূহুর্তে গোয়াই তৃণমূলের কাছে প্রথম টার্গেট। সম্প্রতি দুবার গোয়া সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় বার তাঁর সফর সঙ্গী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বছর শেষে আরও একবার গোয়ায় পা রাখলেন তিনি।
advertisement
বরাবরই গোয়ায় বিশাল পরিধিতে বড়দিন উদযাপন হয়। দেশ-বিদেশের বহু মানুষ এই সময় গোয়াকেই ছুটি কাটানোর জায়গা হিসেবে বেছে নেন। তাই সংগঠনকে মজবুত করে জনসংযোগ বাড়াতে এই সময়টাকেই কাজে লাগাতে চাইছে তৃণমূল। গোয়ায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, গোয়ায় তিন দশকের অপশাসনের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল এবং মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির (MGP) জোট। এবার সেই ঝাঁঝ আরও বাড়াতে তৃণমূলনেত্রীর পথ অনুসরণ করেই গোয়ায় পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: বড়দিনের উৎসবে বড় পরিকল্পনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ৩ দিনের সফরের গুরুত্ব বিরাট
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement