কোন কোন স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে উত্তরবঙ্গের জন্য? রেল সূত্রে খবর, ০২৩০৭ হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, ০২৩০৮ নিউ জলপাইগুড়ি - হাওড়া স্পেশ্যাল, ০৩৭৫৫১ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল এবং ০৩৭৫২ নিউ জলপাইগুড়ি- শিয়ালদহ স্পেশ্যাল ট্রেন চালু হচ্ছে।