Sourav Ganguly Health Update: কী থাকবে ওমিক্রন রিপোর্টে? একটি কারণেই বিরক্ত করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Health Update: হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ঘনঘন ফোন আসায় কিছুটা হলেও বিরক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামীকাল বিকেলের পর তাঁর ওমিক্রনের রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে।
#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly Health Update) শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, জ্বর আসেনি তাঁর, সামান্য সর্দি আছে, স্টিম দেওয়া হচ্ছে। তবে, কাশি নেই। এখনই এইচআরসিটি বা হাই রেসোলিউশন সিটি স্ক্যান করা হচ্ছে না। গা ম্যাজম্যাজ ভাব রয়েছে 'মহারাজের'। শারীরিক অস্বস্তিভাব রয়েছে।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, ঘনঘন ফোন আসায় কিছুটা হলেও বিরক্ত মহারাজ। আগামীকাল বিকেলের পর তাঁর ওমিক্রনের রিপোর্ট আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই সম্ভবত এখনই ছাড়া পাচ্ছেন না সৌরভ। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দফতর থেকে ফোন করে সৌরভের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়েছে। 'দাদা'কে ফোন করেছেন বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনও।
advertisement
advertisement
সোমবার (২৭ ডিসেম্বর) রাতেই সৌরভের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওইদিনই অসুস্থতার কারণে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত সোমবার শ্যুটিংয়ে হালকা অসুস্থ বোধ করেন তিনি। এরপর শ্যুটিং বাতিল করে দুবার করোনা পরীক্ষা করান সৌরভ। দুবারই রিপোর্ট পজিটিভ আসে।
advertisement
চলতি বছরের শুরুর দিকেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন 'মহারাজ'। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয় তাঁকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্টও বসাতে হয়। তাই করোনা আক্রান্ত হওয়ার পর কোন রকম ঝুঁকি না নিয়ে, তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 29, 2021 10:46 AM IST