খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক, ভক্ত সমাগমে মন্দির চত্বরে উৎসবের মেজাজ
Last Updated:
দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণের জন্য খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক। শনিবার থেকেই মন্দিরের সামনে দীর্ঘলাইন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পুণ্যার্থীরা। আগামী ছ’মাস কেদারনাথ দর্শনের জন্য খোলা থাকবে মন্দির।
#উত্তরাখণ্ড: দীর্ঘ প্রতীক্ষার পর সাধারণের জন্য খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক। শনিবার থেকেই মন্দিরের সামনে দীর্ঘলাইন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেন পুণ্যার্থীরা। আগামী ছ’মাস কেদারনাথ দর্শনের জন্য খোলা থাকবে মন্দির।
চারধামের এক ধাম কেদারনাথ মন্দির। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে মন্দাকিনী নদীর তীরে চারদিক ঘেরা বরফের মাঝে এই মন্দির। যেখানে বিরাজমান মহাদেব। বছরের ছ’মাস শীতের সময় বন্ধ থাকে কেদারনাথ মন্দির। গর্ভগৃহে থাকে শিবলিঙ্গ।
advertisement
অক্ষয় তৃতীয়ার পর ফের সাধারণের জন্য মন্দির খোলা হয়। প্রতিবছরই এই নিয়মে ছ’মাসের জন্য খোলা থাকে মন্দির। মহাদেবের দর্শনে শনিবার থেকেই দীর্ঘ পথ পেরিয়ে ভিড় জমান পুণ্যার্থীরা। রবিবার সকালে গর্ভগৃহ থেকে শিবলিঙ্গ মন্দিরে আনার পরই মূল ফটক খুলে দেওয়া হয়।
advertisement
ভিনরাজ্যের বিভিন্ন বয়সের মানুষের কাতারে কাতারে ভিড়ে মন্দির চত্বরে যেন উৎসবের মেজাজ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 29, 2018 12:09 PM IST