Blanket for Elephant Cubs: হাড়কাঁপানো ঠান্ডায় হাতির শাবকদের কম্বলের পরশ কাজিরাঙায়, বিশেষ ব্যবস্থা চিড়িয়াখানাতেও

Last Updated:

হস্তিশাবকদের পিঠে হাওদার মতো করে কম্বল রাখা হচ্ছে-এই ছবি এখন ছেয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে (blankets for elephant cubs)

কাজিরাঙা : হাড়কাঁপানো ঠান্ডায় বন্যপশুদের কম্বলে মুড়ে দেওয়া হল কাজিরাঙা জাতীয় উদ্যানে (Kaziranga National Park)৷ করা হয়েছে হিটারের বন্দোবস্তও৷ হস্তিশাবকদের পিঠে হাওদার মতো করে কম্বল রাখা হচ্ছে-এই ছবি এখন ছেয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে (blankets for elephant cubs)৷
জানা গিয়েছে, কম্বল ও হিটার যোগান দিয়েছে সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশন৷ ‘‘গরম পোশাক দিয়ে আমরা গন্ডার ও হস্তিশাবকদের বিশেষ যত্ন করছি৷’’ জানিয়েছেন সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশনের পশু চিকিৎসক সামশুল আলি৷
আরও পড়ুন : ভিক্ষাবৃত্তি থেকে বিয়ের অনুষ্ঠানে তপ্ত পথে হেঁটে দু’টি পা ক্ষতবিক্ষত, দৃষ্টিহীন হস্তিনী চিকিৎসাধীন হাসপাতালে
অন্যান্য বন্যপশুর সঙ্গে এই মুহূর্তে কাজিরাঙা জাতীয় উদ্যানের বনকর্মীদের বিশেষ নজরে আছে ন’টি হস্তিশাবক, পাঁচটি ঘোড়ার শাবক এবং একটি ব্যাঘ্রশাবক৷ জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ জানিয়েছেন শাবকগুলির খাওয়ার ব্যাপারে বিশেষ নজর রাখা হয়েছে৷ শারীরিক ভাবে মজবুত রাখার জন্য শাবকদের দেওয়া হচ্ছে পুষ্টিকর আহার্য৷ সম্প্রতি কাজিরাঙার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে৷
advertisement
advertisement
আরও পড়ুন :  গোয়ার উত্তাপ পৌঁছল দিল্লিতে
কাজিরাঙা জাতীয় উদ্যানের পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে অসমের চিড়িয়াখানাতেও (Assam State Zoo)৷ ঠান্ডা থেকে বন্যপশুদের বাঁচাতে হিটারের বন্দোবস্ত করা হয়েছে৷ উপযুক্ত পরিবর্তন আনা হয়েছে ডায়েটেও৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন বাঘ, সিংহ এবং পাইথনের ঘরে হিটারের ব্যবস্থা করা হয়েছে৷ কচ্ছপের জন্য জলের উষ্ণতা বাড়ানো হয়েছে৷ তার খাঁচায় লাগানো হয়েছে ১০০ ওয়াটের আলো৷ হরিণের খাঁচায় বিছিয়ে দেওয়া হয়েছে খড়ের আস্তরন৷
advertisement
চিড়িয়াখানায় পাখিদের জন্য ইনকিউবেটেড বন্দোবস্ত করা হয়েছে৷ ঠান্ডা আরও বাড়লে বিভিন্ন খাঁচায় কার্পেট পাতার ব্যবস্থা করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Blanket for Elephant Cubs: হাড়কাঁপানো ঠান্ডায় হাতির শাবকদের কম্বলের পরশ কাজিরাঙায়, বিশেষ ব্যবস্থা চিড়িয়াখানাতেও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement