কাজিরাঙা : হাড়কাঁপানো ঠান্ডায় বন্যপশুদের কম্বলে মুড়ে দেওয়া হল কাজিরাঙা জাতীয় উদ্যানে (Kaziranga National Park)৷ করা হয়েছে হিটারের বন্দোবস্তও৷ হস্তিশাবকদের পিঠে হাওদার মতো করে কম্বল রাখা হচ্ছে-এই ছবি এখন ছেয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে (blankets for elephant cubs)৷
জানা গিয়েছে, কম্বল ও হিটার যোগান দিয়েছে সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশন৷ ‘‘গরম পোশাক দিয়ে আমরা গন্ডার ও হস্তিশাবকদের বিশেষ যত্ন করছি৷’’ জানিয়েছেন সেন্টার ফর ওয়াইল্ডলাইফ রিহ্যাবিলিটেশন অ্যান্ড কনজারভেশনের পশু চিকিৎসক সামশুল আলি৷
অন্যান্য বন্যপশুর সঙ্গে এই মুহূর্তে কাজিরাঙা জাতীয় উদ্যানের বনকর্মীদের বিশেষ নজরে আছে ন’টি হস্তিশাবক, পাঁচটি ঘোড়ার শাবক এবং একটি ব্যাঘ্রশাবক৷ জাতীয় উদ্যানের কর্তৃপক্ষ জানিয়েছেন শাবকগুলির খাওয়ার ব্যাপারে বিশেষ নজর রাখা হয়েছে৷ শারীরিক ভাবে মজবুত রাখার জন্য শাবকদের দেওয়া হচ্ছে পুষ্টিকর আহার্য৷ সম্প্রতি কাজিরাঙার তাপমাত্রা নেমে গিয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াসে৷
আরও পড়ুন : গোয়ার উত্তাপ পৌঁছল দিল্লিতে
কাজিরাঙা জাতীয় উদ্যানের পাশাপাশি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে অসমের চিড়িয়াখানাতেও (Assam State Zoo)৷ ঠান্ডা থেকে বন্যপশুদের বাঁচাতে হিটারের বন্দোবস্ত করা হয়েছে৷ উপযুক্ত পরিবর্তন আনা হয়েছে ডায়েটেও৷ চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন বাঘ, সিংহ এবং পাইথনের ঘরে হিটারের ব্যবস্থা করা হয়েছে৷ কচ্ছপের জন্য জলের উষ্ণতা বাড়ানো হয়েছে৷ তার খাঁচায় লাগানো হয়েছে ১০০ ওয়াটের আলো৷ হরিণের খাঁচায় বিছিয়ে দেওয়া হয়েছে খড়ের আস্তরন৷
চিড়িয়াখানায় পাখিদের জন্য ইনকিউবেটেড বন্দোবস্ত করা হয়েছে৷ ঠান্ডা আরও বাড়লে বিভিন্ন খাঁচায় কার্পেট পাতার ব্যবস্থা করা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assam, Kaziranga National Park