Ginger the Elephant : ভিক্ষাবৃত্তি থেকে বিয়ের অনুষ্ঠানে তপ্ত পথে হেঁটে দু’টি পা ক্ষতবিক্ষত, দৃষ্টিহীন হস্তিনী চিকিৎসাধীন হাসপাতালে

Last Updated:

এলিফ্যান্ট কনজারভেশন অ্যান্ড কেয়ার ইউনিটের আধিকারিক জানিয়েছেন হস্তিনীটি একাধিক রোগে আক্রান্ত (Elephant being treated at hospital)

মথুরা : মথুরায় সংরক্ষণ কেন্দ্র থেকে ৬০ বছর বয়সি দৃষ্টিহীন হস্তিনীকে পাঠানো হল হাসপাতালে৷ এলিফ্যান্ট কনজারভেশন অ্যান্ড কেয়ার ইউনিটের আধিকারিক জানিয়েছেন হস্তিনীটি একাধিক রোগে আক্রান্ত (Elephant being treated at hospital)৷
সংরক্ষণ কেন্দ্রে তাঁর নাম দেওয়া হয়েছিল ‘জিঞ্জার’ (Ginger)৷ একেই সে দষ্টিহীন৷ তার উপর ভুগছে হাড়ের অসুখে৷ তার দুই পায়ের নীচের অংশ ক্ষতবিক্ষত৷ অপুষ্টিজনিত সমস্যাতেও আক্রান্ত সে৷ জানিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থার ভেটেরিনারি সার্ভিসের ডেপুটি ডিরেক্টর ডক্টর এস ইলায়ারাজা৷
আরও পড়ুন : এ কী বিড়ম্বনা! গ্রামের নাম শুনেই ভয় পাচ্ছে মানুষ! কী রয়েছে ওই গ্রামে?
তপ্ত পথে নিয়মিত দীর্ঘ দূরত্ব পাড়ি দেওয়ার ফলে জিঞ্জারের দু’টি পায়ের তলদেশ একটাই আঘাত পেয়েছে যে সে যন্ত্রণায় কাতর৷ বহন করতে পারে না নিজের দেহের ওজনই৷ তার চিকিৎসা চলছে হাতিদের জন্য নির্মিত বিশেষ হাসপাতালে৷ ইলায়ারাজা জানিয়েছেন, সেখানে পেইন ম্যানেজমেন্ট এবং লেসার থেরাপি চলছে৷ পায়ের ক্ষত নিরাময়ে সোল গার্ড থেরাপি শুরু করা হবে৷
advertisement
advertisement
আরও পড়ুন : গোয়ার উত্তাপ পৌঁছল দিল্লিতে
জিঞ্জারের এনক্লোজারে তৈরি করা হয়েছে মাড বেড৷ চেষ্টা করা হচ্ছে যাতে সে আর্থ্রাইটিসের ব্যথায় আরাম পায়৷ এর ফলে জিঞ্জার শুতে পারবে৷ তার শরীরের বিভিন্ন গাঁট এবং পায়ের ব্যথার সমস্যায় আরাম পাবে৷ হাতির জীবনচক্র সাধারণত ৭০ বছরের হয়৷
সরকারি আধিকারিকরা জানিয়েছেন, জিঞ্জারকে আগে ভিক্ষাবৃত্তি এবং বিয়ের অনুষ্ঠানে কাজে লাগানো হত৷ রাজ্যের বনদফতর এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থার যৌখ উদ্যোগে উদ্ধার করা হয় জিঞ্জারকে৷ তার সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ginger the Elephant : ভিক্ষাবৃত্তি থেকে বিয়ের অনুষ্ঠানে তপ্ত পথে হেঁটে দু’টি পা ক্ষতবিক্ষত, দৃষ্টিহীন হস্তিনী চিকিৎসাধীন হাসপাতালে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement