M Karunanidhi: গভীর সঙ্কটে করুণানিধি, হাসপাতালে ডিএমকে নেতা-কর্মীরা, বাইরে ভিড় উদ্বিগ্ন অনুগামীদের

Last Updated:

গভীর সঙ্কটে করুণানিধি, হাসপাতালে ডিএমকে নেতা-কর্মীরা, বাইরে ভিড় উদ্বিগ্ন অনুগামীদের

#চেন্নাই: ভালো নেই 'কলাইনর' ৷ সোমবার থেকেই ডিএমকে সভাপতি এম করুণানিধির স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, বয়সের কারণে ক্রমে করুণানিধির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করেছে ৷ একইসঙ্গে বৃদ্ধি পেয়েছে মূত্রনালির সংক্রমণ ও শ্বাসকষ্টও ৷
চেন্নাইয়ের কাবেরী হাসপাতালের মেডিকেল বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টা ভীষণই গুরুত্বপূর্ণ ৷ তা পার না হলে কিছু বলা যাচ্ছে না ৷ হাসপাতালের এক্সজিকিউটিভ ডিরেক্টর চিকিৎসক অরবিন্দম সেলভারাজ জানিয়েছেন, কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে করুণানিধিকে ৷ আপাতত মেডিক্যাল সাপোর্টে রয়েছেন তিনি ৷
আরও পড়ুন 
advertisement
advertisement
প্রিয় নেতার স্বাস্থ্যের অবনতির কথা শুনে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছেন ভক্তেরা ৷ করুণানিধির ছবি হাতে প্রার্থনায় মগ্ন অনুগামীরা ৷ গতকাল সন্ধে থেকেই হাসপাতালে রয়েছেন করুণানিধির স্ত্রী দয়ালু আম্মাল ও ছেলে এম কে তামিলারাসু, স্তালিন ও কন্যা কানিমোঝি ৷ দেখা করতে আসেন ডিএমকে শীর্ষ নেতা সহ কর্মীবৃন্দরা ৷ ডিএমকে চিফকে দেখতে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়িও ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
M Karunanidhi: গভীর সঙ্কটে করুণানিধি, হাসপাতালে ডিএমকে নেতা-কর্মীরা, বাইরে ভিড় উদ্বিগ্ন অনুগামীদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement