ফের রাজ্যে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের আবেদন, দায়ের নয়া মামলা

Last Updated:

উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় উচ্চপ্রাথমিকও ৷

#কলকাতা: ফের মামলার ফাঁসে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় উচ্চপ্রাথমিকও ৷ এবার এসএসসিতেও উত্তর বিভ্রাটের অভিযোগ। উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন পরীক্ষার্থীদের ৷ কমিশনের দেওয়া উত্তর ভুল বলে দাবি করা হয়েছে মামলায় ৷ আগেই প্রশ্ন বিতর্কের খবর প্রকাশ্যে আনে News18 বাংলা ৷ নয়া মামলা দায়ের হওয়ায় ফের উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কা ৷
প্রাথমিকে নিয়োগের পর এবার বিতর্ক উচ্চপ্রাথমিকে নিয়োগের উত্তরপত্র নিয়েও শুরু হয়েছে বিতর্ক। উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। এই দাবি নিয়েই নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ শিক্ষক কৌশিক সামন্ত সহ বেশ কিছু পরীক্ষার্থী ৷
স্কুল সার্ভিস কমিশনের গলায় এই ফুলই এখন কাঁটা। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবার স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্র নিয়েও উঠে গেল প্রশ্ন। ফুল নিয়ে প্রশ্নের উত্তরেই ভুল বলে দাবি পরীক্ষার্থীদের।
advertisement
advertisement
আরও পড়ুন 
উচ্চপ্রাথমিকে প্রায় ১৪ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয় ৷ ২০১৭ সালের ৪ জুন, স্কুল সার্ভিস কমিশনের পরিচালনায় হয় প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট ৷ পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী ৷
advertisement
পরীক্ষার্থীদের অনেকের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির একাধিক উত্তরে ভুল রয়েছে। যেমন, ৩৮ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ফুল গাছের ডাল ছাঁটার উপযুক্ত সময় হল শীতকাল ৷ পরীক্ষার্থীদের দাবি, এই উত্তর ভুল। যা প্রমাণ করতে তাঁরা আরটিআইয়ে পুণের ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের কাছে জানতে চান। জবাব মিলেছে, ফুল গাছের ডাল কাটার উপযুক্ত সময় শীতকাল এমনটা বলা যায় না। বিভিন্ন ধরনের ফুল গাছ ভেদে এই সময়টি ভিন্ন হয় ।
advertisement
আরও পড়ুন 
২০১৯-এ বাংলা জিততে রথ রাজনীতি বিজেপির
ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের এই উত্তরকেই হাতিয়ার করতে চাইছেন পল্লবী অধিকারী, কৌশিক সামন্ত-সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির এরকমই পাঁচটি উত্তর ভুল। প্রাথমিকে টেটের পর এবার উচ্চপ্রাথমিকও নিয়োগ পরীক্ষার উত্তর বিভ্রাট নিয়ে আইনি প্যাঁচে ৷ ফের আশা-আশঙ্কার দোলাচালে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ ৷
advertisement
রিপোর্টার- অর্ণব হাজরা
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের রাজ্যে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের আবেদন, দায়ের নয়া মামলা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement