ফের রাজ্যে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের আবেদন, দায়ের নয়া মামলা

রাজ্যের সরকারি স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর ৷ বেতন নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের ৷ চুক্তিভিত্তিক শিক্ষকদের নূন্যতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷

রাজ্যের সরকারি স্কুলে কর্মরত চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্য সুখবর ৷ বেতন নিয়ে বড় সিদ্ধান্ত আদালতের ৷ চুক্তিভিত্তিক শিক্ষকদের নূন্যতম বেতন বেঁধে দিল কলকাতা হাইকোর্ট ৷

উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় উচ্চপ্রাথমিকও ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ফের মামলার ফাঁসে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ উচ্চমাধ্যমিক, মাধ্যমিকের পর এবার মামলার গেরোয় উচ্চপ্রাথমিকও ৷ এবার এসএসসিতেও উত্তর বিভ্রাটের অভিযোগ। উচ্চ প্রাথমিক নিয়োগে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন পরীক্ষার্থীদের ৷ কমিশনের দেওয়া উত্তর ভুল বলে দাবি করা হয়েছে মামলায় ৷ আগেই প্রশ্ন বিতর্কের খবর প্রকাশ্যে আনে News18 বাংলা ৷ নয়া মামলা দায়ের হওয়ায় ফের উচ্চপ্রাথমিকে শিক্ষক নিয়োগ থমকে যাওয়ার আশঙ্কা ৷

    প্রাথমিকে নিয়োগের পর এবার বিতর্ক উচ্চপ্রাথমিকে নিয়োগের উত্তরপত্র নিয়েও শুরু হয়েছে বিতর্ক। উচ্চপ্রাথমিকে নিয়োগের জন্য স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্রে একাধিক ভুল রয়েছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের। এই দাবি নিয়েই নিয়োগে স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ শিক্ষক কৌশিক সামন্ত সহ বেশ কিছু পরীক্ষার্থী ৷

    স্কুল সার্ভিস কমিশনের গলায় এই ফুলই এখন কাঁটা। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের পর এবার স্কুল সার্ভিস কমিশনের উত্তরপত্র নিয়েও উঠে গেল প্রশ্ন। ফুল নিয়ে প্রশ্নের উত্তরেই ভুল বলে দাবি পরীক্ষার্থীদের।

    আরও পড়ুন 

    ফেসবুকে খোলাখুলি বিজ্ঞাপন দিয়ে ড্রাগের ব্যবসা, গ্রেফতার কলকাতার ছেলে

    উচ্চপ্রাথমিকে প্রায় ১৪ হাজার শিক্ষক পদে নিয়োগের জন্য ২০১৬ সালে বিজ্ঞপ্তি জারি হয় ৷ ২০১৭ সালের ৪ জুন, স্কুল সার্ভিস কমিশনের পরিচালনায় হয় প্রথম স্টেট লেভেল সিলেকশন টেস্ট ৷ পরীক্ষায় বসেছিলেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী ৷

    পরীক্ষার্থীদের অনেকের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির একাধিক উত্তরে ভুল রয়েছে। যেমন, ৩৮ নম্বর প্রশ্নের উত্তরে বলা হয়েছে, ফুল গাছের ডাল ছাঁটার উপযুক্ত সময় হল শীতকাল ৷ পরীক্ষার্থীদের দাবি, এই উত্তর ভুল। যা প্রমাণ করতে তাঁরা আরটিআইয়ে পুণের ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের কাছে জানতে চান। জবাব মিলেছে, ফুল গাছের ডাল কাটার উপযুক্ত সময় শীতকাল এমনটা বলা যায় না। বিভিন্ন ধরনের ফুল গাছ ভেদে এই সময়টি ভিন্ন হয় ।

    আরও পড়ুন 

    ২০১৯-এ বাংলা জিততে রথ রাজনীতি বিজেপির

    ডিরেক্টরেট অফ ফ্লোরি কালচার রিসার্চের এই উত্তরকেই হাতিয়ার করতে চাইছেন পল্লবী অধিকারী, কৌশিক সামন্ত-সহ বেশ কয়েকজন পরীক্ষার্থী। তাঁদের দাবি, কর্মশিক্ষা বিষয়ে এসএসসির এরকমই পাঁচটি উত্তর ভুল। প্রাথমিকে টেটের পর এবার উচ্চপ্রাথমিকও নিয়োগ পরীক্ষার উত্তর বিভ্রাট নিয়ে আইনি প্যাঁচে ৷ ফের আশা-আশঙ্কার দোলাচালে হাজার হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ ৷

    রিপোর্টার- অর্ণব হাজরা

    First published:

    Tags: Calcutta High Court, Higher Primary Teachers Appointment, New case lodged on Higher Primary Teachers Appointment, Teachers Appointment