কর্ণাটক নির্বাচন ২০১৮ : বিজেপির প্রস্তাবে না দ্রাবিড়-কুম্বলের
Last Updated:
আসন্ন কর্ণাটক নির্বাচনে রাজ্যের যুব সম্প্রদায় আকৃষ্ট করতেই বিজেপি প্রাক্তন ভারতীয় ক্রিকেটে দুই কিংবদন্তি অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়কে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ করা হয় । দুজনেই নিমন্ত্রণ সাড়া দেননি ।
#ব্যাঙ্গালোর: আসন্ন কর্ণাটক নির্বাচনে রাজ্যের যুব সম্প্রদায়কে আকৃষ্ট করতেই বিজেপি প্রাক্তন ভারতীয় ক্রিকেটে দুই কিংবদন্তি অনিল কুম্বলে ও রাহুল দ্রাবিড়কে বিজেপি-তে যোগদানের আমন্ত্রণ করা হয় । কিন্তু জনেই নিমন্ত্রণ সাড়া দেননি, তাঁরা এই মুহূর্তে রাজনীতিতে আসার কথা ভাবচ্ছেন না ।
সূত্র মারাফত জানা যায় । গত কয়েক সপ্তাহ ধরে বিজেপি এই দুই কিংবদন্তির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেন । এই দুই জনের স্বচ্ছ ভাবমূর্তি বিজেপিকে নির্বাচনী বৈতরণী পার হতে সাহায্য করবে বলেই বিজেপির সদস্যপদ প্রদান করে নির্বাচনী ময়দানে নামাতে চান । কমপক্ষে একজনকেও রাজি করাতে পারলে আখেরে বিজেপিরই লাভ হবে । কিন্তু রাজনীতিতে দুজনেই এই মুহূর্তে অনিচ্ছা প্রকাশ করেছেন ।
advertisement
advertisement
সূত্রও আরও দাবি করেছে দুজনের সঙ্গেই যোগাযোগ রাখছে বিজেপি । দুই ক্রিকেটারের মধ্যে একজন লোকসভা বা রাজ্যসভায় হয়ে প্রতিনিধিত্ব করতে কিছুটা ইচ্ছা প্রকাশ করেছেন । তাই বিজেপিও এখন আশায় বুক বাঁধছে ।
advertisement
অনিল কুম্বলে আর রাহুল দ্রাবিড়ের শুধু কর্ণাটক নয়, সাড়া পৃথিবী জোড়া খ্যাতি । দুজনেই দেশের জন্য বেশ কয়েক বছর একসঙ্গে খেলেছেন । বেশ কয়েক বছর ক্রিকেট থেকে অবসর নিয়ে আজও একই ভাবে জনপ্রিয় । ক্রিকেট থেকে অবসর নিয়ে অনিল কুম্বলে নিজের ক্রীড়া সংক্রান্ত ব্যবসা-বানিজ্যের সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব ও কর্ণাটক ক্রিকেট প্রশাসনেও দায়িত্ব পালন করেছেন । রাহুল দ্রাবিড়ও অনুর্ধ্ব ১৯ ভারতীয় ক্রিকেট দলের কোচিং করাচ্ছেন ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 12, 2018 1:25 PM IST