Kanpur News: গুড় দিয়ে তৈরি; ১০০ বছরের পুরনো সেতুর আকর্ষণ অটুট! অনন্য নির্মাণশৈলীতে হতবাক আধুনিক ইঞ্জিনিয়ারও!
- Published by:Sayani Rana
- Written by:Trending Desk
Last Updated:
আজও তার গঠনশৈলী আকৃষ্ট করে নতুন প্রজন্মকে। প্রযুক্তি উন্নতির যুগে সেলফি আর প্রি-ওয়েডিং ফটোগ্রাফির ভিড় লেগে থাকে এই সেতুতে।
কানপুর: একটি সেতু, যার নিচ দিয়ে বয়ে যায় নদী। আর সেতুর উপর দিয়ে খাল। পাশ দিয়ে পায়ে চলার পথ। এমন আজব সেতুর কথা খুব কমই শোনা যায়। কিন্তু এমনই একটি সেতু রয়েছে উত্তরপ্রদেশে। নতুন করে গড়ে তোলা নয়, বরং শতাধিক বছরের পুরনো এই সেতু আজও শক্তপোক্ত শরীরে দাঁড়িয়ে রয়েছে একই ভাবে। আজও তার গঠনশৈলী আকৃষ্ট করে নতুন প্রজন্মকে। প্রযুক্তি উন্নতির যুগে সেলফি আর প্রি-ওয়েডিং ফটোগ্রাফির ভিড় লেগে থাকে এই সেতুতে।
উত্তরপ্রদেশের কানপুরের মেহরবান সিং পূর্বা গ্রামের কাছে এই বিশেষ সেতুটি তৈরি হয়েছিল ১৯১৫ সালের কাছাকাছি সময়। ব্রিটিশের হাতে তৈরি এই সেতু আজও অবাক করে সকলকে। বর্তমানে সারা বিশ্বে উন্নত প্রযুক্তি সাহায্য সেতু নির্মাণ করা হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, তার স্থায়িত্ব কম। অল্পেই ক্ষতিগ্রস্ত হয় সেই সেতু। কিন্তু কানপুরের এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিচিত্র দৃষ্টান্ত।
advertisement
আরও পড়ুন: পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!
advertisement
এই সেতুর নিচ দিয়ে প্রবাহিত হত পান্ডু নদী। আজ অনেকাংশই শুকিয়ে গিয়েছে। কিন্তু সেতুর উপর দিয়ে প্রবাহিত খালটি আজও তেমনই রয়েছে। সেতুর থামগুলিও দেখার মতো।
একে তো গঠনশৈলী আকর্ষক, তার উপর সেতুর উপর দিয়ে প্রবাহিত খাল— সকলকে আকৃষ্ট করে। এছাড়াও রয়েছে এর নির্মাণ কৌশল। সিমেন্ট ও রিবার ছাড়াই তৈরি করা হয়েছিল এই সেতুটি ১০০ বছরেরও বেশি আগে।
advertisement
গ্রামীণ ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার শুক্লা বলেন, এই সেতুটি প্রকৌশলের এক অনন্য উদাহরণ। যার মধ্যে নদী বয়ে চলেছে নিচে, আর সেই নদীর খালটি সেতুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশেই রয়েছে আরও একটি পথ, যেখান দিয়ে সাধারণ পথচারী যাতায়াত করতে পারেন। তিনিই জানান, সিমেন্ট ও রিবার না থাকলেও এই সেতুর গঠন কৌশল খুবই মজবুত। সেই সময় এর পরিবর্তে ইট, চুন ও গুড় দিয়ে সেতুটি তৈরি করা হয়েছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2023 11:32 AM IST