Kanpur News: গুড় দিয়ে তৈরি; ১০০ বছরের পুরনো সেতুর আকর্ষণ অটুট! অনন্য নির্মাণশৈলীতে হতবাক আধুনিক ইঞ্জিনিয়ারও!

Last Updated:

আজও তার গঠনশৈলী আকৃষ্ট করে নতুন প্রজন্মকে। প্রযুক্তি উন্নতির যুগে সেলফি আর প্রি-ওয়েডিং ফটোগ্রাফির ভিড় লেগে থাকে এই সেতুতে।

কানপুর
কানপুর
কানপুর:  একটি সেতু, যার নিচ দিয়ে বয়ে যায় নদী। আর সেতুর উপর দিয়ে খাল। পাশ দিয়ে পায়ে চলার পথ। এমন আজব সেতুর কথা খুব কমই শোনা যায়। কিন্তু এমনই একটি সেতু রয়েছে উত্তরপ্রদেশে। নতুন করে গড়ে তোলা নয়, বরং শতাধিক বছরের পুরনো এই সেতু আজও শক্তপোক্ত শরীরে দাঁড়িয়ে রয়েছে একই ভাবে। আজও তার গঠনশৈলী আকৃষ্ট করে নতুন প্রজন্মকে। প্রযুক্তি উন্নতির যুগে সেলফি আর প্রি-ওয়েডিং ফটোগ্রাফির ভিড় লেগে থাকে এই সেতুতে।
উত্তরপ্রদেশের কানপুরের মেহরবান সিং পূর্বা গ্রামের কাছে এই বিশেষ সেতুটি তৈরি হয়েছিল ১৯১৫ সালের কাছাকাছি সময়। ব্রিটিশের হাতে তৈরি এই সেতু আজও অবাক করে সকলকে। বর্তমানে সারা বিশ্বে উন্নত প্রযুক্তি সাহায্য সেতু নির্মাণ করা হয়। কিন্তু অনেক সময়ই দেখা যায়, তার স্থায়িত্ব কম। অল্পেই ক্ষতিগ্রস্ত হয় সেই সেতু। কিন্তু কানপুরের এই সেতুটি ইঞ্জিনিয়ারিংয়ের এক বিচিত্র দৃষ্টান্ত।
advertisement
advertisement
এই সেতুর নিচ দিয়ে প্রবাহিত হত পান্ডু নদী। আজ অনেকাংশই শুকিয়ে গিয়েছে। কিন্তু সেতুর উপর দিয়ে প্রবাহিত খালটি আজও তেমনই রয়েছে। সেতুর থামগুলিও দেখার মতো।
একে তো গঠনশৈলী আকর্ষক, তার উপর সেতুর উপর দিয়ে প্রবাহিত খাল— সকলকে আকৃষ্ট করে। এছাড়াও রয়েছে এর নির্মাণ কৌশল। সিমেন্ট ও রিবার ছাড়াই তৈরি করা হয়েছিল এই সেতুটি ১০০ বছরেরও বেশি আগে।
advertisement
গ্রামীণ ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার শুক্লা বলেন, এই সেতুটি প্রকৌশলের এক অনন্য উদাহরণ। যার মধ্যে নদী বয়ে চলেছে নিচে, আর সেই নদীর খালটি সেতুর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাশেই রয়েছে আরও একটি পথ, যেখান দিয়ে সাধারণ পথচারী যাতায়াত করতে পারেন। তিনিই জানান, সিমেন্ট ও রিবার না থাকলেও এই সেতুর গঠন কৌশল খুবই মজবুত। সেই সময় এর পরিবর্তে ইট, চুন ও গুড় দিয়ে সেতুটি তৈরি করা হয়েছিল।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanpur News: গুড় দিয়ে তৈরি; ১০০ বছরের পুরনো সেতুর আকর্ষণ অটুট! অনন্য নির্মাণশৈলীতে হতবাক আধুনিক ইঞ্জিনিয়ারও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement