Chambal River Front: পাশ থেকে দেখা যায়, অথচ সামনে থেকে নয়! চম্বল রিভার ফ্রন্টের ‘মিস্টার ইন্ডিয়া’ তাক লাগাচ্ছে!
- Published by:Sayani Rana
- Written by:Trending Desk
Last Updated:
আসলে চম্বল রিভার ফ্রন্টে গড়ে উঠছে ভিন্ন জগৎ। এখানকার বিশেষত্ব হল এখানে স্থাপিত স্মৃতিস্তম্ভ এবং মূর্তি। এমনটা পৃথিবীর আর কোথাও দেখা যাবে না।
কোটা: কখনও কখনও এমন কিছু জিনিস মানুষের হাতে তৈরি হয়, যা অত্যাশ্চর্য! আর চমকপ্রদও বটে! এমনই নজির গড়েছে একটি বিশালাকার মূর্তি। যা পাশ থেকে দেখা যাবে। অথচ সামনে গেলে সব গায়েব! এ আবার কীভাবে সম্ভব? ব্যাপারটা চোখের ভুল নয় কিন্তু! বিষয়টা আসলে ইঞ্জিনিয়ারিংয়ের কামাল। তবে এটা দেখতে হলে যেতে হবে রাজস্থানের কোটার চম্বল রিভার ফ্রন্টে।
যেহেতু সামনে থেকে এই মূর্তিটিকে দেখা যাবে না, তাই একে ‘মিস্টার ইন্ডিয়া’ বলেও ডাকা হচ্ছে! এই মূর্তি তৈরির কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। সব মিলিয়ে এটা তৈরি করতে লাগছে প্রায় ৬ মাসেরও বেশি সময়। আসলে চম্বল রিভার ফ্রন্টে গড়ে উঠছে ভিন্ন জগৎ। এখানকার বিশেষত্ব হল এখানে স্থাপিত স্মৃতিস্তম্ভ এবং মূর্তি। এমনটা পৃথিবীর আর কোথাও দেখা যাবে না। আর এই তালিকায় রয়েছে যোগীরাজ মুদ্রায় অদৃশ্য মূর্তি। এই মূর্তিটির বিশেষত্ব হল সামনে থেকে দেখলে মনে হবে সেটা অদৃশ্য। অথচ দুই পাশ থেকে মূর্তিটিকে দেখা যাবে।
advertisement
advertisement
ইউআইটি-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন যে, যোগব্যায়ামরত এক যুবকের একটি মডেল বা মূর্তি তৈরি করা হয়েছে। যা কেবল ডান এবং বাম দিক থেকে দেখা যাবে। অথচ সামনে থেকে তা দেখা যায় না। এই মূর্তিটা স্টেনলেস স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়।
advertisement
কিন্তু এই মডেলের শৈল্পিকতা এবং বিশেষত্ব ঠিক কী? এই পাতগুলি এমন ভাবে স্থাপন করা হয়েছে, যাতে সামনের দিকে কেউ দাঁড়িয়ে থাকলে তা দেখতে পাবেন না। এই মডেলটি রংবিহীন ইস্পাতের পাত দিয়ে তৈরি করা হয়েছে। আর এই পাতগুলি দেখতে গেলে ডানদিক থেকে বাম দিকে যেতে হবে। প্রায় ১৫ হাজার কেজি ওজনের এই মডেলটি প্রায় ২৫ ফুট উঁচু এবং ২৬ ফুট চওড়া। চম্বল রিভার ফ্রন্টে তৈরি এই মডেলটি গড়তে এবং স্থাপন করতে খরচ হয়েছে প্রায় এক কোটি পঁচিশ লক্ষ টাকা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 15, 2023 6:36 PM IST