Acid Attack: 'বাড়ি ফিরতে এত রাত হল কেন?' প্রশ্ন করতেই স্বামীর মুখ অ্যাসিডে ঝলসে দিল স্ত্রী
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বাথরুম পরিষ্কার করার অ্যাসিডের বোতল খুলে স্বামীর মুখে ছুঁড়ে মারে তাঁর স্ত্রী। তারপরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে ডব্বু। অ্যাসিডে তাঁর মুখ ঝলসে যায়।
কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে ভয়ঙ্কর ঘটনা। স্ত্রী রাত করে বাড়ি ফিরেছিল। আর তা নিয়েই বচসা বাঁধে স্বামী স্ত্রীয়ের মধ্যে। ঝগড়া এমনই পর্যায়ে পৌঁছয় যে, স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়ে দেয় স্ত্রী।
আহত ব্যক্তির নাম ডব্বু গুপ্তা। অভিযোগ, গত রবিবার রাতে তাঁর স্ত্রী পুনম রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি ফেরে। কিন্তু বাড়ি ফিরতে এত রাত হল কেন? স্ত্রীয়ের সামনে এই প্রশ্ন তুলতেই দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। সমস্যা এমন জায়গায় পৌঁছয় যে দুজনের মধ্যে মারধর শুরু হয়ে যায়।
আরও পড়ুন : ৪০ টিরও বেশি গাড়ি, ওড়িশায় পুলিশের গুলিতে প্রয়াত মন্ত্রী নবকিশোর ছিলেন মন্ত্রিসভায় ধনীতম
advertisement
advertisement
আরও পড়ুন : আজ থেকে শুরু বইমেলা, কোথায় আসর, কতদিন চলবে, রইল সব খুঁটিনাটি
একটা সময় স্বামী ডব্বুকে জোড়ে ধাক্কা দেয় তাঁর স্ত্রী। স্বামী হুমড়ি খেয়ে বাথরুমে গিয়ে পড়়ে। তখনই বাথরুম পরিষ্কার করার অ্যাসিডের বোতল খুলে স্বামীর মুখে ছুঁড়ে মারে তাঁর স্ত্রী। তারপরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে আসে ডব্বু। অ্যাসিডে তাঁর মুখ ঝলসে যায়।
advertisement
সেই অবস্থাতেই রাত ৩টে নাগাদ কালেক্টর থানায় পৌঁছয় ওই ব্যক্তি। স্ত্রী পুনমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেখান থেকেই তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ডব্বুর স্ত্রী পুনমকে গ্রেফতার করে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Pradesh
First Published :
January 30, 2023 11:02 AM IST