Kanhaiya Kumar joins Congress: কংগ্রেসে কানহাইয়া, অপেক্ষা জিগনেশের! আদর্শচ্যুত বলে পাল্টা আক্রমণ সিপিআই-এর

Last Updated:

কয়েকদিন আগেই রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন কানহাইয়া কুমার৷ কংগ্রেস সূত্রে খবর, সিপিআই-তে দমবন্ধ লাগছিল কানহাইয়ার (Kanhaiya Kumar joins Congress)৷

কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার, রয়েছেন জিগনেশ মেওয়ানিও৷
কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার, রয়েছেন জিগনেশ মেওয়ানিও৷
#দিল্লি: শেষ পর্যন্ত কংগ্রেসে যোগ দিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar joins Congress)৷ এ দিন দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে রাহুল গান্ধির (Rahul Gandhi) উপস্থিতিতেই কংগ্রেসে যোগ দেন কানহাইয়া৷ যদিও এ দিন কংগ্রেস সদর দফতরে হাজির থাকলেও আনুষ্ঠানিক ভাবে এ দিন কংগ্রেসে যোগ দেননি জিগনেশ মেওয়ানি৷ কারণ নির্দল বিধায়ক হওয়ায় কংগ্রেসে (Congress) যোগ দিলে তাঁর বিধায়ক পদ নিয়ে সমস্যা তৈরি হতে পারে৷
সিপিআই (CPI) ছেড়ে কানহাইয়া যে কংগ্রেসে যোগ দেবেন(Kanhaiya Kumar joins Congress), তা আগেই জানা গিয়েছিল৷ এ দিন কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া বলেন, 'আমি কংগ্রেসে যোগ দিয়েছি কারণ কিছু মানুষের আদর্শই হচ্ছে দেশকে ধ্বংস করা৷ সেখানে কংগ্রেস সবথেকে গণতান্ত্রিক দল৷ দেশের কংগ্রেসকে প্রয়োজন৷' কানহাইয়ার অবশ্য দাবি, কংগ্রেসকে বাঁচাতে নয়, তিনি দেশকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন৷
advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Kanhaiya Kumar attacks Narendra Modi) আক্রমণ করে কানহাইয়া বলেন, 'দেশ যখন অতিমারিতে জর্জরিত, তখন প্রধানমন্ত্রী নিজের জন্মদিন উদযাপন করছেন৷'
advertisement
কানহাইয়া কুমার সহ সম্প্রতি যে নেতারা কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে ছবি তুলে ট্যুইটারে পোস্ট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ সঙ্গে ভগৎ সিং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তিনি৷ রাহুল গান্ধি লিখেছেন, 'মিথ্যের সাম্রাজ্যে সত্যি দিয়েই বিপ্লব শুরু হয়৷ নতুন এবং পুরনো সব সহযোদ্ধাদের একসঙ্গে সত্যাগ্রহে অংশ নিতে হবে৷'
advertisement
কয়েকদিন আগেই রাহুল গান্ধির(Rahul Gandhi) সঙ্গে দেখা করেছিলেন কানহাইয়া কুমার৷ কংগ্রেস সূত্রে খবর, সিপিআই-তে দমবন্ধ লাগছিল কানহাইয়ার৷ বিহারের রাজনীতিতেও সক্রিয় এবং নির্ণায়ক ভূমিকা নিতে চাইছিলেন তিনি৷ কিন্তু গত লোকসভা নির্বাচনে বেগুসরাই থেকে ভোটে লড়ে বিজেপি-র গিরিরাজ সিং-এর কাছে পরাজিত হতে হয়েছিল কানহাইয়াকে৷
advertisement
তবে কানহাইয়া দল ছাড়ার পর তাঁকে পাল্টা আক্রমণ করেছেন সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা৷ কানহাইয়াকে নিশানা করে প্রবীণ সিপিআই নেতা বলেন, 'এতেই প্রমাণিত কানহাইয়া কুমারের কমিউনিস্ট আদর্শ এবং শ্রমজীবী মানুষের উপরে কোনও আস্থা নেই৷ কানহাইয়ার আগেও দল ছিল, তাঁর চলে যাওয়ার পরেও সিপিআই শেষ হয়ে যাবে না৷'
advertisement
এ দিন আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ না দিলেও কংগ্রেসের প্রতি তাঁর পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছেন গুজরাতের দলিত নেতা জিগনেশ মেওয়ানি৷ গুজরাতের বিধানসভা নির্বাচনেও তাঁকে কেন্দ্র করেই রণকৌশল সাজাচ্ছে কংগ্রেস৷ তিনি বলেন, 'আমি আনুষ্ঠানিক ভাবে আজকেই কংগ্রেসে যোগ দিচ্ছি না৷ রাহুল গান্ধি আমাকে পরে যোগদানের অনুমতি দিয়েছেন৷ তবে এখন থেকেই আমি কংগ্রেসের সঙ্গে কাজ করতে তৈরি৷'
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanhaiya Kumar joins Congress: কংগ্রেসে কানহাইয়া, অপেক্ষা জিগনেশের! আদর্শচ্যুত বলে পাল্টা আক্রমণ সিপিআই-এর
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement